বলকান অঞ্চল (The Balkans) বলতে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কৃপা নদীগুলি অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে। যার অর্থ সারি সারি পর্বত। বলকান অঞ্চলের আয়তন প্রায় ৫.৫০,০০০ বর্গকিলোমিটার। এ অঞ্চলে প্রায় সাড়ে ৫ কোটি লোকের বাস। ঐতিহাসিকভাবে বলকান ছিল। উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশ।
জেনে নিই
বলকান রাষ্ট্র মোট ১১ টি
[নোট: সাবেক যুগোস্লোভিয়ার ভেঙ্গে যাওয়া ৭টি রাষ্ট্রও বলকান রাষ্ট্র।