স্পেনের রাজধানী কি?

Created: 6 years ago | Updated: 3 years ago
Updated: 3 years ago
  • রাষ্ট্রীয় নামঃKingdom of Spain
  • রাজধানীঃ মাদ্রিদ
  • ভাষাঃ স্পানিশ
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই

  • স্পেনকে বলা হয় Lighthouse of the Europe
  • স্পেনের গৃহযুদ্ধ সময়কাল- (১৯৩৬-১৯৩৯) সাল ।
  • স্পেনের গৃহযুদ্ধের সময় জাতীয়তাবাদী নেতা ছিলেন- জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ।
  • বাস্ক জনগোষ্ঠী যে দেশের স্বাধীনতাকামী গোষ্ঠী- স্পেন।
  • ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু হয়েছিল- স্পেনের মাদ্রিদ শহরে।
  • প্রাচীন পৃথিবীর প্রাচীন রেস্তোরার নাম- কাসা বোতিল ।
  • কাতালোনিয়া স্পেনের একটি স্বায়ত্তশাসিত স্বাধীনতাকামী- প্রদেশ।
  • স্পেনের চারটি প্রধান শহর হলো বার্সেলোনা, জিরোনা, লেইদা ও তারাগোনা।
  • কাতালোনিয়ার স্বাধীনতার দাবীতে আন্দোলনের নেতৃত্ব দেন- কার্লোস পুজদেমন।
  • কর্ডোভা, গ্রানাডা দুইটি স্পেনের ঐতিহাসিক স্থান যা মুসলিম শাসনের সাথে জড়িত নাম।
  • তারিক বিন যিয়াদ অষ্টম শতকের শুরুর দিকে স্পেন বিজয় করেন।
  • স্পেন বিজয়ী কাব্য' মহাকাব্য রচনা করেন- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  • পাবলো পিকাসো একজন স্প্যানিশ চিত্রশিল্পী।
  • তাঁর বিখ্যাত শিল্পকর্ম- ওয়ের্নিকা, উইমেন অব আলজিয়ার্স
Content added By
Promotion