where is East London Situated?

Created: 5 years ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র

  • অবস্থানঃ আফ্রিকা দক্ষিণাংশ
  •  ধরণঃ রাজনৈতিক মানচিত্র
  • রাজধানীঃ

[প্রশাসনিক] প্রিটোরিয়া

 [সংসদীয়] কেপটাউন

 [বিচারবিভাগীয়] ব্লুমফন্টেইন

  •  বৃহত্তম শহরঃ জোহানেসবার্গ
  • আয়তনঃ ১২,২১,০৩৭ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যাঃ ৫,৭৭,২৫,৬০০ (২০১৮)
  • স্বাধীনতাঃ

[ইউনিয়ন] ৩১ মে, ১৯১০

 [স্বশাসন] ১১ ডিসেম্বর, ১৯৩১ 

[প্রজাতন্ত্র] ৩১ মে, ১৯৬১

 

প্রশাসনিক বিভাগঃ 

৯ টি প্রদেশ প্রদেশসমূহঃ

১। উত্তর অন্তরীপ,

 ২। উত্তর-পশ্চিম,

৩। কাওয়াজুলু নাটাল, 

৪। গাউটেং,

৫। পশ্চিম অন্তরীপ,

 ৬। পূর্ব অন্তরীপ,

৭। ফ্রি স্টেট, 

৮। মালাঙ্গা,

৯। লিম্পোপো

 

মৌলিক তথ্য

দক্ষিণ আফ্রিকার রয়েছে তিনটি রাজধানী শহর। তিনটির মধ্যে সবচেয়ে বড় কেপটাউন আইনসভার রাজধানী প্রিটোরিয়া প্রশাসনিক ও ব্লোয়েমফন্টেইন বিচারিক রাজধানী। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। ১৯৯৪ সা বর্ণবাদ বিলুপ্তির পর থেকে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছে আফ্রিকান ন্যাশনাল কনে বা এএনসি । ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইড বা বর্ণ- বৈষম্যনীতি বলবৎ হয়।

 

জেনে নিই 

  • আফ্রিকার প্রশাসনিক রাজধানী- প্রিটোরিয়া
  • রাজধানী জোহান্সবার্গকে বলা হয়- স্বর্ণের নগরী ।
  • এই দেশটি আফ্রিকা মহাদেশের সর্বাধিক শিল্পোন্নত দেশ।
  • সারাবিশ্বের সবচেয়ে বড় হীরকখনি- কিম্বার্লি 
  •  দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনের অধীনে ছিল- ৩৪২ বছর।
  • শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট- এফ ডি ক্লার্ক।
  • East London অবস্থিত- দক্ষিণ আফ্রিকায়।
  • African National Congress প্রতিষ্ঠিত- ১৯১২ সালে। 
  • The African National Congress (ANC) গঠনে ভূমিকা রাখেন- মহাত্মা গান্ধী ।
  • 'Cape of Good Hope' বা উত্তমাশা অন্তরীপ অবস্থিত- দক্ষিণ আফ্রিকায়।
  • জুলু উপজাতির বসবাস- দক্ষিণ আফ্রিকায়
  •  দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবক্তা- জেমস হার্জগ।
Content added By
Promotion