দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র
[প্রশাসনিক] প্রিটোরিয়া
[সংসদীয়] কেপটাউন
[বিচারবিভাগীয়] ব্লুমফন্টেইন
[ইউনিয়ন] ৩১ মে, ১৯১০
[স্বশাসন] ১১ ডিসেম্বর, ১৯৩১
[প্রজাতন্ত্র] ৩১ মে, ১৯৬১
প্রশাসনিক বিভাগঃ
৯ টি প্রদেশ প্রদেশসমূহঃ
১। উত্তর অন্তরীপ,
২। উত্তর-পশ্চিম,
৩। কাওয়াজুলু নাটাল,
৪। গাউটেং,
৫। পশ্চিম অন্তরীপ,
৬। পূর্ব অন্তরীপ,
৭। ফ্রি স্টেট,
৮। মালাঙ্গা,
৯। লিম্পোপো
মৌলিক তথ্য
দক্ষিণ আফ্রিকার রয়েছে তিনটি রাজধানী শহর। তিনটির মধ্যে সবচেয়ে বড় কেপটাউন আইনসভার রাজধানী প্রিটোরিয়া প্রশাসনিক ও ব্লোয়েমফন্টেইন বিচারিক রাজধানী। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। ১৯৯৪ সা বর্ণবাদ বিলুপ্তির পর থেকে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছে আফ্রিকান ন্যাশনাল কনে বা এএনসি । ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইড বা বর্ণ- বৈষম্যনীতি বলবৎ হয়।
জেনে নিই