ফরাসি বিপ্লব সংঘটিত হয়-

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

১৭৮৯-১৭৯৯ সালের ফরাসি বিপ্লব, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয়, রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। এটি ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব। ভলতেয়ার, রুশো প্রমুখ ছিলেন এই বিপ্লবের দার্শনিক অগ্রদূত। বুরবো বংশের রাজারা জনগণের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলে থার্ড স্টেট বা সাধারণ জনগণ ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গ (কারাগার) এবং সামন্ততন্ত্রের পতন ঘটায়। ১৭৯৩ সালে গিলোটিনে (মৃত্যুদন্ড কার্যকরের যন্ত্র) রাজা ষোড়শ লুই-এর শিরচ্ছেদ করা হয়। ১৮০৪ সালের ১৮ মে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাটের আসন দখল করেন।

  • স্থায়ীত্বকাল ১৭৮৯ - ১৭৯৯ সাল পর্যন্ত।
  • বিপ্লবের মূল স্লোগান : Liberty, Equality & Fraternity.
  • শ্লোগানের প্রবক্তা- জ্যা জ্যাক রুশো ( Jean Jacques Rousseau)
  • ফরাসি বিপ্লব, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এ বিপ্লবের প্রভাবেই ফ্রান্সের রোমান ক্যাথলিক চার্চ সকল গোড়ামী ত্যাগ করে নিজেদেরকে পুনর্গঠন করে। বহুমুখী পরিবর্তনের কারণে এই বিপ্লবকে গৌরবময় বিপ্লব হিসেবে অভিহিত করা হয়।

 

জেনে নিই

  • ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন- ষোড়শ লুই।
  • I am the State বলতেন চতুর্দশ লুই
  • ফরাসী বিপ্লবের শিশু বলা হয়- নেপোলিয়নকে।
  • বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়ে ছিলেন- রুশো, ভলটেয়ার এবং মন্টেস্কু।
  • বাস্তিল দূর্গ পতনের মধ্যদিয়ে রাজা ষোড়শ লুইয়ের পতন ঘটে।
  • বাস্তিল দুর্গ মূলত একটি- কারাগার।
  • বাস্তিল দুর্গের পতন ঘটে ১৪ জুলাই (১৭৮৯ সালে)
  • ফ্রান্সের স্বাধীনতা দিবস- ১৪ জুলাই।
  • ফরাসী বিপ্লবের মূল স্লোগান- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব ।

 

ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে রচিত বিখ্যাত গ্রন্থ:

  • The social contract (রুশো)
  • The spirit of laws (মন্টেস্কু)
  • A tale of two cities (চার্লস ডিকেন্স) প্যারিস
Content added || updated By
Promotion