সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - মালদ্বীপ
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Maldives
  • রাজধানীঃ মালে
  • ভাষাঃ ধিভেহী
  • মুদ্রাঃ রুপিয়া

জেনে নিই

  • স্বাধীনতা লাভ করে ২৬ জুলাই ১৯৬৫ সালে ।
  • আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ।
  • সার্ক (SAARC) ভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ।
  • মালদ্বীপের আয়তন মাত্র ২৯৮ বর্গ কিলোমিটার।
  • মালদ্বীপের জনগণের প্রধান ভাষা- ধিভেহী
  • মালদ্বীপের আইনসভার নাম- পিপলস মজলিস।
  • মালদ্বীপের জাতীয় প্রতীক গাছের নাম- নারিকেল গাছ।
  • মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি- ইব্রাহিম নাসির।
  • ১২০০ টি ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র- মালদ্বীপ ।
  • মালদ্বীপ ভারত মাহাসাগরে অবস্থিত।
  • নিজস্ব সেনাবাহিনী নেই- মালদ্বীপের।
  • সার্কভুক্ত দেশ মালদ্বীপের শিক্ষার হার ও গড় আয়ু সবচেয়ে বেশি।
  • মালদ্বীপ তলিয়ে যাওয়ার আশঙ্কা অন্য দেশে জমি কেনার চিন্তা করছে।
  • বিশ্বের প্রথম অর্ধডুবন্ত জাদুঘর তৈরি করেছে- মালদ্বীপ
  • বিশ্বের প্রথম দেশ হিসাবে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করে- মালদ্বীপ।
  • মালদ্বীপের দ্বীপগুলো ভারত মহাসগরের বুকে ১৯ টি দ্বীপ বলয় তৈরি হয়েছে।
Content added By
Content updated By
মামুন আব্দুল গাউয়ুম
আব্দুল গাউয়ুম
মোহাম্মদ আন্নি নাশিদ
হামিদ কারজাই

আরও দেখুন...

Promotion

Promotion