On This Page

আরব লীগ

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - আরব লীগ

আরব লিগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠার ভিত্তি: ১৯৪৪ সালের আলেকজান্দ্রিয়া প্রোটোকল।

 

জেনে নিই

  • পরিচয়: আরবি ভাষাভাষী দেশের জোট।
  •  প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫ সালে।
  •  সদর দপ্তর: কায়রো, মিশর
  •  প্রথম সম্মেলন : কায়রো, মিশর 
  • বর্তমান সদস্য: ২২ টি
  • ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত সদর দপ্তর ছিল: তিউনিশ, তিউনিশিয়া
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি [মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব ও সিরিয়া]
  •  ১৯৭৯ সালে বহিষ্কার হয়ে ১৯৯০ সালে ফিরে আসে: মিশর
Content added By

Promotion

Promotion