Job

Translate into English

দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। আর এ সুযোগে একটি চক্র গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে অনেক সাধারণ গ্রাহক পণ্য কিনে নানাভাবে প্রতারণা শিকার হচ্ছেন। বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করা এবং করলেও নিম্নমানের পণ্য সরবরাহ করার ঘটনা প্রায়ই ঘটছে। অনলাইনে প্রতারণার শিকার হলে ও বিষয়ে সংশ্লিষ্ট সাইট এবং প্রতারণার ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে। পরবর্তী সময়ে পণ্য কেনা বা হাতে পাওয়ার তারিখ হতে ৩০ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে হবে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা প্রদানের আদেশ দেবে অধিদপ্তর। এ জরিমানা হিসেবে যে টাকা আদায় করা হবে তার ২৫ শতাংশ টাকা ক্ষতিগ্রস্ত ভোক্তাকে দেওয়া হবে । সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়েও আদালতে মোকদ্দমা দায়ের করা যায় ৷

(Translate into English)

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

Online buying and selling is getting popularity day by day. And taking this opportunity, a group of miscreant people are deceiving online customers. Many ordinary customers are being cheated to buy online products in various ways seeing the flashy online advertisements. Especially products are not being supplied in accordance with its demand and in some cases inferior goods are being provided. If one fall a prey to the online craftiness, he/she needs to collect specific evidence regarding the online sites and the types of deception. Later, one needs make complain particularly to the Department of the Consumer Right's Protection from the time of buying or receiving the product. If found true on the basis of evidence,Department will order to fine the accused. 25% of the compensations will be given to the affected person. One can suit any formal litigation against the concerned organization.

1 year ago

English

Please, contribute to add content.
Content
Promotion