Job

খেলাপী ঋণ মওকুফ করার জন্য যথাযথ কারণ প্রদর্শন করে রূপালী ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা ব্যবস্থাপকের নিকট একটি পত্র লিখুন।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

২৩ নভেম্বর, ২০১৭ 
বরাবর, 
শাখা ব্যবস্থাপক 
রূপালী ব্যাংক লিমিটেড। 
মালিবাগ শাখা, ঢাকা 

বিষয়ঃ খেলাপী ঋণ মওকুফ করার জন্য আবেদন। 

জনাব, 
বিনীতি নিবেদন এই যে, আমি আপনার ব্যাংকের মালিবাগ শাখার একজন চলতি হিসাবধারী। বিগত ২০০৬ সাল হতে আমি আপনার ব্যাংকের সাথে লেনদেন করে আসছি। আমি আপনার ব্যাংক হতে ২০০৭ ও ২০০৯ সালে যথাক্রমে ৩ লক্ষ ৫ লক্ষ টাকা এসএমই ঋণের আওতায় ঋণ নিয়ে একটি ছোট গার্মেন্টস শিল্প গড়ে তুলি। আমার প্রতিষ্ঠিত শেখ হাবিব গামেন্টস লিমিটেডে প্রায় ১২০ জন শ্রমিক কর্মরত ছিল। ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রূপালী ব্যাংক লিমিটেড মালিবাগ শাখার সাথে আমার ব্যাংকিং লেনদেন ছিল অসাধারণ যা আপনি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখলে অনুধাবন করতে পারবেন। আমার প্রতিষ্ঠিত এই গার্মেন্টস হতে ১২০টি পরিবারের জীবন ধারনের একটি উপায় সৃষ্টি হয়েছিল। কিন্তু বিগত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাতে গার্মেন্টসের শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে সমগ্র গার্মেন্টসে তা ছড়িয়ে পড়ে। ফলে কিছুক্ষণের মধ্যেই ধূলিস্যাৎ হয়ে যাবে আমার গার্মেন্টস। প্রায় ৫০ লক্ষাধিক টাকার সমস্ত মূলধন আমার নিমেষেই শেষ হয়ে যায়। অধিকন্তু ১২০ জন কর্মীর ডিসেম্বর মাসের বেতনও দেয়া হয়নি। এমতাবস্থায় ব্যাংক কর্তৃক পাওনা ১ লক্ষ ৫০ হাজার টাকা কোনোভাবেই দেয়া সম্ভব নয়। 

অতএব, মহাশয়ের কাছে আমার আকুল আবেদন এই যে, উপরিউক্ত বিষয় বিবেচনায় এনে ও আমার বর্তমান আর্থিক ও মানসিক অবস্থা মানবিক দৃষ্টিকোণ হতে বিচার করে আপনার শাখায় আমার খেলাপী হওয়া ঋণটি মওকুফ করে আমাকে চিরকৃতজ্ঞতা পাশে বাধিত করবেন। 

বিনীত নিবেদক 
প্রণয় তির্কী
এম ডি 
শেখ হাবিব গার্মেন্টস লিমিটেড, ঢাকা।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion