Job

ফ্লাশ মেমরি,, ক্যাশ মেমোরি এবং ভার্চুয়াল মেমরিগুলো পার্থক্য লিখুন।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ফ্ল্যাশ মেমরিঃ ফ্ল্যাশ মেমোরি হলো একটি ইলেক্ট্রনিক অপরিবর্তনীয় কম্পিউটার স্টোরেজ মাধ্যম যা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা যায় এবং পুনরায় প্রোগ্রাম করা যায় । 

ক্যাশ মেমোরিঃ প্রসেসর এর সাথের মেমোরিকে ক্যাশ মেমোরি বলা হয়। প্রসেসর যখন কাজ করে তখন ডাটা এই মেমোরিতে সংরক্ষিত থাকে। ক্যাশ মেমোরি ৩ ধরনের হয়। যথাঃ 

১) L1 যা আকারে ছোট এবং দ্রুত।

২) L2 যা আকারে মাঝারি এবং মোটামুটি দ্রুত। 

৩) L3 যা আকারে খুব বড় এবং দ্রুত কাজ করতে পারে না। 

ভার্চুয়াল মেমোরিঃ একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটারের নিজের মেমোরি ছাড়াও প্রয়োজনমতো হার্ডডিস্কের জায়গা ব্যবহার করে। এটাকে কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বলে। ভার্চুয়াল মেমোরি সোয়াপ ফাইল নামেও পরিচিত।

1 year ago

কম্পিউটার শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion