Section-E: General Knowledge
What is Padma Shri Award? Mention the name of Renowned Bangladeshi singer who has recently got the Padma Shri Award.
পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন। এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয়। কিন্তু অনেক অ-ভারতীয়রাও এই পুরস্কার জিতেছেন। প্রখ্যাত বাংলাদেশি গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা সোমবার মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।