Rajshahi Krishi Unnnayan Bank Ltd Recruitment Test for Office ( Written ) 2017 Examination Held: 15.08.2017 || 2017

All Written Question

২০ নভেম্বর, ২০১৭

মহাব্যবস্থাপক

ঢাকা বিভাগ

'ক' ব্যাংক লিমিটেড।

 

বিষয়: বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য তহবিল গঠনের আবেদন।

 

জনাব, 

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলা। ২০১৭ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ফসলের প্রাণের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ৮% কৃষকের ভিটে মাটি ও কৃষি খামার বন্যার প্রাদুর্ভাবে পুরোপুরি ধ্বংস হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষতি থেকে উত্তোরণের জন ব্যাংক কর্মকর্তা একটি ঋণ তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছি।

অতএব, জনাবের কাছে আকুল আবেদন এই যে, ঋণ তহবিল গঠনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে আপনার মর্জি হয়।

 

বিনীত নিবেদক

মোঃ শফিকুল ইসলাম

ব্যবস্থাপক,

শিবালয় শাখা

'ক' ব্যাংক লিমিটেড।

গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে কৃষি ঋণের ভূমিকা

বাংলাদেশকে এখন আর কৃষি প্রধান দেশ বলা যায় না। ১৯৮০ সালের দিকে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল প্রায় ৩৫% শতাংশ কিন্তু আজ ২০১৭ সালে এসে মোট শ্রমশক্তির ৪৫.১% লোক কৃষি পেশায় জড়িত থাকলেও জিডিপি এর অবদান মাত্র ১৪, ৭৯%। ক্রমেই এই অবদানের হার কমছে। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দক্ষ ও শিক্ষিত লোকের অভাবের কারণে মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক কৃষি পেশায় নিযুক্ত থাকা সত্ত্বেও জিডিপিতে অবদানের পরিমাণ নগণ্য। কিন্তু কৃষিতে একটি দক্ষ জনশক্তি তৈরী করতে পারলে জিডিপিতে কৃষির অবদান অবশ্যই বাড়বে। এখন এই দক্ষ জনশক্তি তৈরীতে কৃষি ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিচে এই সম্পর্কে আলোচনা করা হলো । 

  • কৃষিঋণ বিতরণের মাধ্যমে ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।
  • গ্রামীণ জনশক্তির একটি উল্লেখযোগ্য পরিমাণ বেকার থাকায় এক্ষেত্রে বিনিয়োগ করলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটি দক্ষ জনশক্তি গঠন সম্ভব।
  • বাংলাদেশ ব্যাংক প্রতি অর্থ-বছরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে পরিমাণ কৃষিঋণ বিতরণের জন্য সীমা বেঁধে দেয়, তা কোনো বছরই অর্জিত হয় না। কাজেই প্রত্যেক অর্থ বছরে কৃষি ও পল্লীঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকে তা করতে হবে বলে নির্দেশ জারি করলে কৃষিঋণ বিতরণ আরো গতিশীল হবে।
  • কৃষি ঋণের তহবিল গঠন করে গ্রামীণ কৃষকদের স্থানীয় পর্যায়ে সার ও বীজ সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করার জন্য অর্থ প্রদান করলে দক্ষ জনগোষ্ঠী গঠিত হবে।
  •  বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ স ময়ই কৃষি ঋণ কৃষি কাজে ব্যবহৃত হয়না, অন্য কাজে ব্যবহৃত হয়। তাই যে পরিমাণ কৃষি ঋণ বিতরণ হয়, তা মূলত কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে কি না তা খতিয়ে দেখা উচিৎ। ফেল পুরোটাই যদি কৃষি কাজে ব্যবহৃত হতো, তবে অবশ্যই প্রানী জনগোষ্ঠীর কর্মসংস্থানের সৃষ্টি হতো। 
  •  কৃষিখাতে ঋণ বিতরণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা গ্রহণ করেছে তা প্রকৃত পক্ষে নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নই আনীত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে এই নীতিমালা বাস্তবায়নের ব্যাপারে যত্নবান হতে হবে। 

বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত বন্যা দুর্গত এলাকার কৃষকদের ঋণকে পুনঃতফশিল করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফসল নষ্ট হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে দ্রুত কৃষকদের মাঝে স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য তাগিদ দেয়া হয়েছে।

নতুন ঋণের চাহিদা নির্ধারণের জন্য কেন্দ্রীয় ব্যাংক সারাদেশে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার জন্য কাজ করছে।

ব্যাংক কর্তৃক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোতে ঋণপ্রদান ছয় বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি হয়েছে।

দাতা সংস্থার পরিমাণ কমে যাওয়ার কারণে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো এখন ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছে।

Given that, People having passport = 65 

People having both passport and voter ID=30

So, the people having only passport= 65-30 = 35

 According to the question, 

30+35+x=115-1565+x=100x=100-65

So, the people having only voter ID = 35 ans.

Rafiq can do in 1 day=110 portion of work

Rafiq can do in 6 days =610=35 portion of work

Shafiq can do in 1 day= 120 portion of work

Shafiq can do in 4 days = 420=15 portion of work

Rafiq & Shafiq completed in first 6 days= 35+15=45  portion of work

So, the remaining work = 1-45=15 portion of work

Arif can do in 1 day =110 portion of work

Arif can do 110 portion in 1 day

Arif can do 15 portion in = 105=2 days

The required time for completion of the work=6+2=8 days ans.

Let, it will take 'x' months to save 1,06,200 Tk. 

From the savings we get a series.

Such as 1200+ 1300 +1400+...........

Where, a = 1200 Tk & d=1,300 - 1,200 = 100 Tk

We know that, summation = n22an-1d

According to the question, 

n22an-1dn22×1200+100n-1=106200n1200+50n-50= 1062001200n+50n2-50n=10620050n2+1150n=106200n2+23n=2124n2+59n-36n-2124=0nn+59-36n+59=0n+59n-36=0n=36 Or, n=-59 

(Time ie: n cannot be negative)

So, the required time = 36 months = 3 years ans.