নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও : মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ তাদের আর্থিক প্রয়োজনে টাকা সংগ্রহের জন্য ৮ বছর মেয়াদি ১৬% হারে ঋণপত্র ছাড়ে। যার লিখিত মূল্য ১,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ৫% কমিশন এবং ৪% অবলেখন ফি দেয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি ৩০% হারে কর প্রদান করে। তবে প্রতিষ্ঠানটি আয়ের ৪৫% লভ্যাংশ দেয়। কিছুদিন পর হঠাৎ করে লাভজনক নতুন প্রকল্পে দ্রুত বিনিয়োগের জন্য অর্থের প্রয়োজন পড়ে। তাই সংরক্ষিত আয় হতে অর্থসংস্থানের সিদ্ধান্ত নেয়।
মেসার্স মন্ডল এন্টারপ্রাইজের খান সংগ্রহ খরচের শতকরা হার কত?