রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ-সরল নারী। স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি। তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতা-প্রাপ্ত একজন কামেল লোক। অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের খোদাভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে।
উদ্দীপকের রহিম মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের টিকে থাকার প্রধান অবলম্বন হলো-
i. প্রতারণা
ii. ধর্মের বেসাতি
iii. ধর্মীয় অনুরাগ
নিচের কোনটি সঠিক?