জামিল সাহেব বললেন, আমি এ যাবৎ যত হাতি দেখেছি তার সবই কালো। সুতরাং সকল হাতি হয় কালো। অপরদিকে মতিন সাহেব একটি শ্রেণিকক্ষের ৫০ জন শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করে দেখল, তারা সবাই বিজ্ঞানের শিক্ষার্থী। তখন তিনি সিদ্ধান্ত করল উক্ত শ্রেণিকক্ষটি বিজ্ঞানের শ্রেণিকক্ষ।
জামিল এবং মতিন সাহেবের সিদ্ধান্তে পার্থক্য হলো-
i. প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ
ii. প্রকৃত আরোহ এবং যুক্তিসাম্যমূলক আরোহ
iii. অবৈজ্ঞানিক আরোহ এবং পূর্ণাঙ্গ আরোহ
নিচের কোনটি সঠিক?