অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি - ক্রিয়াবিশেষণ | NCTB BOOK
696

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।

১. যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কী বলে?

ক. ক্রিয়া-বিশেষ্য খ. ক্রিয়াবিশেষণ গ. গুণ-বিশেষ্য ঘ. অনুসর্গ

২. কোনটি কালবাচক ক্রিয়াবিশেষণ? 

ক. তিনি এখানে এসেছিলেন। 

খ. ছেলেটি দ্রুত দৌড়ায়। 

গ. গতকাল তিনি ঘুরে গিয়েছেন। 

ঘ. একটু ঘুরে আসুন না!

৩. 'মিছিলটি সামনে এগিয়ে যায়'- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?

ক. ধরনবাচক খ. কালবাচক গ. স্থানবাচক ঘ. পদাণু

৪. 'কি', 'যে', 'বা', 'তো' প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিশেষণ? 

ক. পদাণু খ. কালবাচক গ. স্থানবাচক ঘ. ধরনবাচক

৫. নিচের কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?

ক. জোরে খ. ভয়ে ভয়ে গ. মরতে মরতে ঘ. যায় যায়

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

তিনি 'এখানে' এসেছিলেন।
ছেলেটি 'দ্রুত' দৌড়ায়।
'গতকাল' তিনি ঘুরে গিয়েছেন।
একটু ঘুরে আসুন 'না'!

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...