অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - পালি বর্ণমালা ও ভাষার উৎস | NCTB BOOK
397

শূন্যস্থান পূরণ কর :

১. এ সমস্ত বিহারে বিভিন্ন ___ সংমিশ্রণ আছে।

২. যে ভাষায় বুদ্ধবাণী ___ হয়েছে সেটাই পালি ।

৩. একসময় উত্তর ভারত ___ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।

৪. এ বিহারগুলোতে পালি ভাষার ___ হয়।

৫. পালি প্রথমে কথ্যভাষা ছিল, পরে ___ ভাষার রূপ নেয়।

৬. বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে ___ বলা হয়।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. তাঁর প্রচারিত ধর্মবাণী

২. এ সমস্ত বিহারে বিভিন্ন

৩. এ ক্ষেত্রে সংস্কৃতের চেয়ে

৪. এসব অঞ্চলের ভাষা পালির সাথে

৫. আ ঈ ঊ এ ও-

৬. সংস্কৃত ও বাংলা ভাষায়

১. বাংলার সম্পর্ক পালির বেশি।

২. ওতপ্রোতভাবে জড়িত।

৩. এ পাঁচটি দীর্ঘস্বর।

৪. স্বরের সংখ্যা বেশি।

৫. ত্রিপিটকে লিপিবদ্ধ আছে।

৬. জাতির সংমিশ্রণ আছে।

৭. উচ্চারণে কোনো প্রভেদ নেই।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর কী কী ? 

২. প্রাচীন ভারতের চারটি বৌদ্ধ বিহারের নাম লেখ। 

৩. পালি ভাষায় অক্ষর বা বর্ণের সংখ্যা কত ? 

৪. পালি স্বরবর্ণে কোন বর্ণগুলো ব্যবহার হয় না? 

৫. অল্পপ্রাণ বলতে কী বোঝ? 

৬. পালিতে ব্যঞ্জনবর্ণ কয়টি?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. পালি ভাষার উৎপত্তি সম্পর্কে লেখ। 

২. পালি বর্ণমালার বৈশিষ্ট্য আলোচনা কর । 

৩. পালিতে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি ও কী কী? 

৪. প্রথম পঁচিশটি পালি বর্ণের পাঁচটি বিভক্তকরণ দেখাও। 

৫. পালি ও বাংলা শব্দের একই রূপের বারোটি শব্দের একটি তালিকা তৈরি কর। 

৬. পালি বর্ণমালা সম্পর্কে একটি ধারণা দাও ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মধ্য ভারতীয় আর্য ভাষা
প্রাচীন ভারতীয় আর্য ভাষা
নব্য ভারতীয় আর্য ভাষা
ভারতীয় দ্রাবিড় ভাষা

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...