অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা - হিন্দুধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ এবং মহাপুরুষ ও মহীয়সী নারী | | NCTB BOOK
7
7

শূন্যস্থান পূরণ কর :

১। বিভিন্ন মুনি-ঋষি ___ বাণীসমূহ দর্শন করেছেন। 

২। ___ শুধু ব্রহ্ম সম্পর্কে আলোচানা করা হয়েছে।

৩। ___ বেদভিত্তিক হিন্দুধর্ম ও সমাজের নানা কথা বলা হয়েছে।

৪। শ্রীমদ্ভগবদ্‌গীতা মহাভারতের ___ একটি অংশ ।

৫। ___ শুনে বনের পশুরাও হিংসা ভুলে গেল ৷

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। বেদের এক নাম 

২। বৃহদারণ্যক একটি 

৩। দুর্গার বর্ণনা আছে 

৪। শ্রীমদ্ভগবদ্‌গীতায় অমরত্বের 

৫। ধ্রুবের একমাত্র লক্ষ্য ছিল

দেবী পুরাণে । 

কথা বলা হয়েছে। 

আত্মার। 

উপনিষদ। 

শ্রীহরির সাক্ষাৎ লাভ । 

শ্রুতি। 

যোদ্ধার।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। বেদের এক নাম শ্রুতি হলো কেন? 

২। আরণ্যক কী? দুটি আরণ্যকের নাম লেখ । 

৩। মূল পুরাণ কয়খানা? দুটি মূল পুরাণের নাম লেখ ৷ 

৪। গীতা কী? 

৫। উত্তানপাদের কয়জন স্ত্রী ছিলেন? তাঁদের নাম লেখ ।

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। চার বেদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

২। ব্রাহ্মণ কী? সংক্ষেপে বর্ণনা কর। 

৩। উপনিষদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

৪। শ্রীমদ্ভগবদ্‌গীতা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর । 

৫। ধ্রুব কীভাবে হরিকে পেল ?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion