অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - রুথ | | NCTB BOOK
6
6

শূন্যস্থান পূরণ কর

ক) রুথের শ্বশুরের নাম হলো ___ ।

খ) রুথের শ্বশুর- শাশুড়ি ___ থেকে মোয়াব দেশে এসেছিলেন ।

গ) নিজের স্বামী ও শাশুড়ির প্রতি রুথের ছিল গভীর ___ ও শ্রদ্ধা ।

ঘ) বেঁচে থাকার প্রয়োজনে রুথ ___ কুড়াতে গেল ।

ঙ) বোয়াজকে রুথ বিয়ে করেছিলেন ___ রক্ষার জন্য ।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর

ক) রুথ তাঁর শাশুড়িকে বলেছেন ক) রুথ সবসময় ঈশ্বরের পথে বিশ্বস্ত থেকেছেন ।
খ) কিলিয়নের সাথে বিয়ের আগে রুথখ) এবং দাউদের ঠাকুরমা ছিলেন রুথ।
গ) সত্য ঈশ্বরের পরিচয় পাবার পরগ) “তোমার ঈশ্বরই হবেন আমার ঈশ্বর ।”
ঘ) রুথ নিজের সুখের চেয়েঘ) রাজা দাউদের বংশে জন্মগ্রহণ করেছিলেন।
ঙ) মুক্তিদাতা যীশু রাজা দাউদের বংশে জন্মগ্রহণ করেছিলেনঙ) পারিবারিক দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েছেন।
 চ) অন্য দেবদেবীকে বিশ্বাস করতেন ।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) রুথ কোন দেশের নারী ছিলেন ? 

খ) রুথের স্বামীর নাম কী ? 

গ) স্বামীর মৃত্যুর পর রুথ কী করেছিলেন? 

ঘ) রুথের বড় জা তাঁর স্বামীর মৃত্যুর পর কী করেছিলেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) রুথের পরিচয় দাও । 

খ) পারিবারিক জীবনে রুথের বিশ্বস্ততার বর্ণনা দাও। 

গ) ঈশ্বরের প্রতি রুথের অটল বিশ্বাস ও বিশ্বস্ততার বিবরণ দাও । 

ঘ) রুথের কাছ থেকে তুমি কী শিক্ষা নিতে পার ?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অর্পার স্বামী
রুথের ছোট ভাই
রুথের স্বামী
কিলিয়নের ছোট ভাই
দাউদ রাজার জন্মের পরিকল্পনা
বোয়াজের বিয়ের পরিকল্পনা
মুক্তি পরিকল্পনা
রুথের বিয়ের পরিকল্পনা
Promotion