সিরাতুন্নবী (স.) আলোচনা অনুষ্ঠানে একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ বললেন "রসুল (স.) এর হিযরত ছিল ইসলামের ভিত্তি সুদৃঢ় করার অন্যতম প্রধান মাধ্যম। হিযরতের মাধ্যমেই রসুল (স.) ধর্মীয় নেতার পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
রসুল (স.) কে কারা আল-আমিন উপাধি দিয়েছিলো? বাবাকে প্রশ্ন করল তাছিন। 'কুরাইশরা' উত্তর দিল বাবা। তবে কেন তাঁরাই রসুল (স.) কে অত্যাচার করল? তাছিনের পাল্টা প্রশ্ন 'কুরাইশরা ক্ষমতার মসনদ ছাড়তে চায় নি তাই' বাবার উত্তর।
সোনাতলী গ্রামে বিবাদমান দুটি বংশের দীর্ঘদিনের বিবাদ নিরসনকল্পে আব্দুল বারিকের নেতৃত্বে কতিপয় তরুণকে নিয়ে একটি সংগঠন তৈরি করা হলো। যার নাম দেওয়া হলো 'এসো আলোর পথে' এলাকার সকল মানুষ তরুণদের সাথে একাত্বতা প্রকাশ করে শান্তির জন্য কাজ করার প্রতিজ্ঞা করল।
Read more