অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - ত্রিব্যক্তি পরমেশ্বর | | NCTB BOOK
7
7

শূন্যস্থান পূরণ কর:

ক) পিতা, পুত্র ও ___ মিলে এক ঈশ্বর।

খ) পবিত্র ত্রিত্ব আমাদের সামনে একটি ___ আদর্শ।

গ) পবিত্র আত্মা যা করেন তা পিতা ও ___ জানেন।

ঘ) পবিত্র ত্রিত্বের মতো আমাদের পরস্পরকে ___ ও গুরুত্ব দিতে হবে।

ঙ) যুক্তরাষ্ট্রে সাদা ও কালোর মধ্যে ___ ছিল।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) ত্রিব্যক্তি ঈশ্বরের তিন ব্যক্তিক) তিন রূপে দেখলেও পানি।
খ) দেহ, মন ও আত্মার একতাকেখ) যথাযথ ভালোবাসা থাকে।
গ) বাষ্প, বরফ ও সাধারণ পানিগ) সুখী হয় ৷
ঘ) তিন ব্যক্তি আলাদা হলেওঘ) পরস্পর থেকে আলাদা ।
ঙ) পরিবারে বাবা-মা ও সন্তানদের মধ্যেঙ) তিন ব্যক্তি মিলে এক ঈশ্বর।
 চ) ফলের সঙ্গে তুলনা করা হয়।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) বাড়িতে অতিথি আসলে কী করতে হবে? 

খ) কাজের লোক বা শ্রমিকদের সাথে কেমন ব্যবহার করতে হবে? 

গ) খাওয়ার সময় কী করা ভালো? 

ঘ) পিতা-মাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) পরস্পরকে কী কী ভাবে মর্যাদা ও গুরুত্ব দেওয়া যায়? 

খ) তিন ব্যক্তির একতা ব্যাখ্যা কর।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

শান্তি ও মিলন
একতা ও ভালোবাসা
দলাদলি ও কোন্দল
মারামারি ও যুদ্ধ
Promotion