শূন্যস্থান পূরণ কর।
১. চাষের জমি বাড়াতে ও বাসস্থান তৈরি করতে মানুষ ________ কেটে ফেলছে।
২. শিল্পকারখানার _________ পানিদূষণের জন্য দায়ী।
৩. বিভিন্ন আবর্জনাকে পচতে সাহায্য করে ___________
সংক্ষিপ্ত প্রশ্ন
১. দূষণ কীভাবে ঘটে তার একটি উদাহরণ দাও।
২. দূষণ রোধ সম্পর্কে তোমার এলাকার সবাইকে সচেতন করতে হলে তুমি কী কী করতে পার?
৩. তোমার বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমার করণীয় কী?
৪. তোমার বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণে তুমি কীভাবে ভূমিকা রাখতে পার?
৫. পানিদূষণের দুটো প্রভাব উল্লেখ কর।
৬. বায়ুদূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর?
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনটি থেকে শহরের বাসাবাড়িতে পানি সরবরাহ করা হয়?
ক. নলকূপ
খ. পুকুর
গ. নদী
ঘ. বিল
২. মাটিদূষণের কারণ হলো-
i. পলিথিন ও কীটনাশক
ii. আবর্জনা ও মৃত জীবদেহ
iii. রাসায়নিক সার ও কাচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
দৃশ্যটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
চিত্র: কারখানার ধোঁয়া ও বৃক্ষনিধন
৩. দৃশ্যকল্পের W চিহ্নিত অংশে অনুপস্থিত কোনটি?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. অক্সিজেন
গ. ক্লোরোফ্লোরো কার্বন
ঘ. কার্বন মনোঅক্সাইড
৪. চিত্রে প্রদর্শিত ঘটনাটি পৃথিবীতে সংঘটিত হলে-
i. ওজোন স্তর নষ্ট হবে
ii. অম্লবৃষ্টির সম্ভাবনা বাড়বে
iii. গ্রিনহাউজ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১.
ক. অম্ল বা অ্যসিড বৃষ্টি কী?
খ. প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রাণীগুলো কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কারণসহ ব্যাখ্য কর।
ঘ.কী পদক্ষেপ গ্রহণ করলে উদ্দীপকের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে?
২.
ক. দূষণ কী?
খ. পানিদূষণ কেন ক্ষতিকর?
গ. পরিবেশের উপর 'P' কী ধরনের সমস্যা সৃষ্টি করবে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে দেখানো সমস্যা সমাধানে আমাদের করণীয় কী তা যুক্তিসহ বিশ্লেষণ কর।