ক) বাংলাদেশ একটি প্রাকৃতিক ___ দেশ।
খ) ঘূর্ণিঝড়ের সময় ___ পানি ফুলে অনেক উঁচু হয়ে যায়।
গ) ঘূর্ণিঝড় সাধারণত ঘটে দেশের ___।
ঘ) নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য ___ করা।
ঙ) বিদ্যুৎ ও ___ লাইন বন্ধ করে দেওয়া।
ক) প্রতিবছর এদেশে নানারকম | ক) নগদ টাকা হাতে রাখা। |
খ) টর্নেডোর আঘাতে বাড়িঘর গাছপালা | খ) নির্দেশনা শুনতে থাকা । |
গ) যথেষ্ট পরিমাণ | গ) প্রাকৃতিক দুর্যোগ ঘটে। |
ঘ) রেডিও বা টেলিভিশনে | ঘ) ফসলাদি লণ্ডভণ্ড হয়ে যায়। |
ঙ) প্রয়োজনীয় জিনিসগুলো | ঙ) জনগণকে যথেষ্ট সতর্ক করা হয়েছিল। |
চ) হাতের কাছে রাখা । |
ক) দুর্যোগের সময় খ্রিষ্টের শিক্ষা অনুসারে কী করণীয়?
খ) ঘূর্ণিঝড়ের পরে করণীয় কী?
গ) প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম দুইটি দুর্যোগের নাম লেখ ।
ক) ঘূর্ণিঝড়ের আগে আমাদের করণীয় কী কী লেখ।
খ) টর্নেডোর সময় কী কী করবে?
Read more