অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
24
24

এক কথায় উত্তর 

১. শিল বিলাতি কোন দেশের আলুর জাত? 

২. ইমিডাক্লোপিড দ্বারা কোন পোকা দমন করা হয় ? 

৩. কত সেমি. সাইজের আস্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা হয় ? 

৪. কাটা বীজ আলু কী দিয়ে শোধন করে নেয়া হয় ? 

৫. আলু চাষে কোন রোপণ কৌশল পৃথিবীর সব দেশে অনুসরণ করা হয় ? 

৬. আলুর মোজাইক রোগের জন্য ১টি বিকল্প পোষক গাছের নাম লেখ । 

৭. আলুর নরম পঁচা রোগ হলে কী ধরনের গন্ধ সৃষ্টি হয় ? 

৮. গুদামে আলু সংরক্ষণে কীট দূরীভূতকারক হিসেবে কিসের পাতা ব্যবহার করা হয় ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. আলু চাষে সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে লেখ। 

২. আলু বীজ রোপণের জন্য প্রস্তুতকরা ও রোপণ দূরত্ব সম্পর্কে লেখ। 

৩. আলু রোপণ পদ্ধতি বর্ণনা কর । 

৪. আলুর মড়ক রোগ ও তার দমন পদ্ধতি বর্ণনা কর । 

৫. বিনা চাষে কীভাবে আলু উৎপাদন করা যায় তা উল্লেখ কর । 

রচনামূলক প্রশ্ন 

১. আলু চাষে জমি তৈরি, সার প্রয়োগ, রোপণ দূরত্ব, অনন্তবর্তীকালীন পরিচর্যা সম্পর্কে আলোচনা কর ।

Content added By
Promotion