অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - প্রবক্তা | NCTB BOOK

শূন্যস্থান পূরণ কর:

ক) পবিত্র বাইবেলে ___ জন প্রবক্তার নামে গ্রন্থ আছে।

খ) ঈশ্বর হলেন ন্যায়ের ও ___ ঈশ্বর।

গ) প্রবক্তা মানুষের ইতিহাসে ঈশ্বরের ___ কথা প্রচার করেন।

ঘ) প্রবক্তা ঈশ্বরের সঙ্গে ___ মাধ্যমেই তাঁর যাত্রা শুরু করেন ।

ঙ) ঈশ্বর প্রবক্তা ___ দাউদের কাছে পাঠালেন।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) বাইবেলে চারজন মুখ্য প্রবক্তা এবং ক) মন পরিবর্তন করেছিলেন।
খ) বিভিন্ন প্রবক্তার মতো নাথানও একজনখ) সেই লোক তো আপনি নিজেই।
গ) প্রবক্তার তিরস্কারে রাজা দাউদগ) বারোজন হলেন গীণ প্রবক্তা।
ঘ) নাথান তখন দাউদকে বললেনঘ) তা মানুষের কাছে সহজ ভাষায় প্রকাশ করেন।
ঙ) প্রবক্তা ঈশ্বর সম্বন্ধে যা উপলব্ধি করেনঙ) অনুপ্রেরণা যোগাতে সক্ষম হন।
 চ) ঈশ্বরপ্রেরিত প্রবক্তা ।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক। সেনাপতি কার হুকুম পালন করেছিলেন? 

খ। ঈশ্বর কার উপর অসন্তুষ্ট হলেন? 

গ। প্রবক্তা নাথান কিসের মাধ্যমে রাজা দাউদকে সতর্ক করেছিলেন ? 

ঘ। রাজা দাউদ তাঁর অন্যায়ের জন্য কী শাস্তি পেয়েছিলেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক। বারোজন গৌণ প্রবক্তার নাম লেখ । 

খ। প্রবক্তা নাথান কীভাবে রাজা দাউদকে সতর্ক করেছিলেন?

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion