অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - মানুষের দেহ, মন ও আত্মা | | NCTB BOOK
3
3

শূন্যস্থান পূরণ কর:

(ক) আমাদের আত্মা ___।

(খ) মানুষের দেহ, মন ও ___ আছে।

(গ) মানুষ সব প্রাণীর মধ্যে ___।

(ঘ) আত্মার শক্তিতে মানুষ ঈশ্বরের ___ দেখতে পায়।

(ঙ) ঈশ্বর তাঁর নিজ শক্তি দ্বারা ___ করতে পারেন।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) দেহ, মন ও আত্মাক) মনটার আর কোনো অস্তিত্ব থাকবে না ।
খ) দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হলেখ) তাঁর গৌরবের জন্য।
গ) প্রকৃতপক্ষে মানুষ হলোগ) তাঁর বুদ্ধি আছে।
ঘ) মানুষ জানে যেঘ) প্রশংসায় মুখর।
ঙ) ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেনঙ) এই তিনটি মিলে একজন মানুষ।
 চ) সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) কার সহায়তায় মানুষ জীবিত থাকতে পারে ? 

খ) মন দিয়ে মানুষ কী কী করতে পারে? 

গ) মানুষ সচেতনভাবে যা করে তার মধ্যে কী কী জড়িত থাকে? 

ঘ) জগতের শুরু থেকে যা কিছু ঘটেছে তা কে জানেন ?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) ঈশ্বর কীভাবে দেখেন ও পরিচালনা করেন ? 

খ) ঈশ্বরের শক্তিতে মানুষ কী কী করতে পারে ? 

গ) দেহ, মন ও আত্মার কাজ কী কী?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বুদ্ধি আছে বলে
মন আছে বলে
দেহ আছে বলে
আত্মা আছে বলে
Promotion