ক) দশ আজ্ঞার প্রথম তিনটি আজ্ঞা হলো প্রতি মানুষের ভালোবাসা সম্পর্কে।
খ) পিতামাতার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের দিয়েছেন।
গ) পিতামাতাকে সম্মান করা আমাদের ও মানবিক দায়িত্ব।
ঘ) নরহত্যা করবে না এই আজ্ঞাটির মধ্য দিয়ে মানুষের জীবনের প্রতি দেখানো হয়েছে।
ঙ) পরীক্ষায় নকল করা সমান পাপ ।
ক) আমাদের জীবনে পিতামাতার স্থান | ক) আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। |
খ) আমরা সকলের জীবনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে | খ) নিষ্ঠুর ও ধ্বংসাত্মক হয় ৷ |
গ) ঈশ্বর আমাদের মধ্যে | গ) ভালোবাসার আকাঙ্ক্ষা ও মিলনের ক্ষমতা দিয়েছেন। |
ঘ) ব্যক্তি মালিকানা ও অন্যের সম্পদের প্রতি | ঘ) শক্তি দিয়ে থাকেন। |
ঙ) লোভের কারণে মানুষ | ঙ) অতি গুরুত্বপূর্ণ। |
চ) নিজের জীবনকেই শ্রদ্ধা দেখাই । |
ক। নরহত্যা সম্পর্কে ঈশ্বর কী বলেছেন?
খ। চুরি বলতে কী বোঝ ?
গ। আমরা কীভাবে মিথ্যাবাদী হই?
ঘ। সততা বলতে কী বোঝ ?
ঙ। দশ আজ্ঞা না মেনে চললে আমাদের জীবন কেমন হয়?
ক) পিতামাতাকে সম্মান করবে –এই আজ্ঞাটি ব্যাখ্যা করো ও সন্তানসুলভ দায়িত্বগুলো লেখ।
খ) মিথ্যা সাক্ষ্য দেবে না --আজ্ঞাটি ব্যাখ্যা কর।
গ) পরের দ্রব্যে লোভ করবে না – আজ্ঞাটি ব্যাখ্যা কর।
ঘ) দশ আজ্ঞা পালন করার সুফলগুলো লেখ ।
Read more