আমাদের কথা

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - | NCTB BOOK

আমাদের কথা

আজ স্কুলের প্রথম দিন। নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই। তাই অনেক ভালো লাগছে।

আমার নাম রাজু। আমি তৃতীয় শ্রেণিতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে। তিথি, মিতু, ঝিমিত এবং আরও অনেক বন্ধু।

এই যে দেখো, আমার হাতে বাংলা বই। খুশি আপা আমাদের বাংলা পড়াবেন। নতুন বই পড়তে অনেক মজা।

আমরা বই পড়ব আর মজা করব।

বন্ধুদের কথা

তিথি : ঝিমিত, তুমি কেমন আছো? 

ঝিমিত: ভালো আছি। তুমি? 

তিথি : আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। 

ঝিমিত: ওই যে মিতু! মিতু, এদিকে এসো। 

মিতু : তোমরা কেমন আছো? 

তিথি : আমরা ভালো আছি। 

ঝিমিত: অনেক দিন পর আমাদের দেখা হলো। 

তিথি : আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। 

মিতু : কী জিনিস? 

তিথি : চকলেট এনেছি। 

মিতু : চকলেট? দারুণ তো! 

ঝিমিত : আমিও একটা জিনিস এনেছি। বাড়ির গাছের আমলকী। 

মিতু : আমলকী! বাহ্! 

ঝিমিত নাও, সবাই মিলে খাই। 

মিতু : তোমাদের অনেক ধন্যবাদ। 

তিথি : তোমাকেও ধন্যবাদ।

 

Content added By
Promotion