(ক) সন্ধির সংজ্ঞা :
পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। যেমন- হিম + আলয় = হিমালয়া এখানে 'হিম' শব্দের অন্তস্থিত 'অ' এবং 'আলয়ঃ' পদের পূর্বস্থিত 'আ' মিলিত হয়ে 'আ' হয়েছে। সন্ধির অপর নাম "সংহিতা'।
(খ) সন্ধির কার্যাবলি।
সন্ধির ফলে কখনও পূর্ববর্ণ বিকৃত হয়, কখনও পরবর্ণ বিকৃত হয়, কখনও উভয় বর্ণই বিকৃত হয়, কখনও
পূর্ববর্ণের লোপ হয় এবং কখনও বা পরবর্ণের লোপ হয়।
(গ) সন্ধির অপরিহার্যতার ক্ষেত্র
একপদে, উপসর্গ ও ধাতু - গঠিত শব্দের সাথে, সমাসে, সূত্রে ও শ্লোকে সন্ধি অবশ্য কর্তব্য।
(ঘ) সন্দির শ্রেণীবিভাগ
সন্ধি তিন প্রকার- স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।
১। স্বরসন্ধি স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। এর অন্য নাম 'অ' সন্ধি। যেমন—
সে + ইন্দ্ৰঃ = দেবেন্দ্রঃ
প্রশ্ন উত্তরম্ প্রশ্নোত্তরমূ ২। ব্যঞ্জনসন্ধি ব্যঞ্জনবর্গের সাথে ব্যঞ্জনবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জনসন্ধি
বলে। ব্যঞ্জনসন্ধির অন্য নাম 'হল' সন্ধি। যেমন—
উৎ + হতঃ = উচ্চতা
বাক্ + ঈশঃ = বাগীশঃ
৩। বিসর্গসন্ধি। বিসর্গের সাথে স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণের মিলনকে বিসর্গসন্ধি বলে। যেমন-
কঃ + চিৎ = কশ্চিৎ,
2+অ=র
O
=
হরিঃ + অসৌ = হরিরসৌ
স্বরসন্ধি বা 'অচ্ সি
১। অ-কার কিংবা আ-কারের পর অ-কার অথবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা-
অ + অ = আ
অ + আ = আ
নীল + অম্বরম্ = নীলা
হিম + আলয় = হিমালয়
বিদ্যা + অর্ণবঃ = বিদ্যার্ণবঃ
মহা + আশয়ঃ = মহাশয়ঃ
আ + আ = আ
২। হর্ষ ই-কার বা দীর্ঘ ঈ-কারের পর হ্রস্ব ই-কার কিংবা দীর্ঘ ঈ-কার থাকলে উভয় মিলে দীর্ঘ ঈ-কার হয়।
দীর্ঘ ঈ-কার পূর্ববর্ণে যুক্ত হয়।
কবি + ইন্দ্ৰঃ কবীন্দ্রঃ গিরি + ঈ = গিরীশঃ
মহী + ইন্দ্ৰঃ মহীন্দ্রঃ
লক্ষ্মী + ঈশা লক্ষ্মীশঃ
৩। হ্রস্ব উ-কার কিংবা দীর্ঘ ঊ-কারের পর হয়- ঊ-কার কিংবা দীর্ঘ ঊ-কার থাকলে উভয় মিলে দীর্ঘ ঊ-
কার হয়। দীর্ঘ-ও-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা-
বিধু + উদয়ঃ = বিধূদয়ঃ
G+ G = G
G+ G = G
লঘু + ঊর্মিঃ = লঘূর্মিঃ
বধূ + উৎসবঃ = বধূৎসা
ভূ + ঊৰ্ম = ভূম্
৪। অ- কার কিংবা আ-কারের পর হ্রস্ব ই-কার কিংবা দীর্ঘ ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়।
কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা-
আ + ই = এ
অ + ঈ =
অ+ই=এ
O
=
দেব ইন্দ্রা দেবেন্দ্রঃ
মহা + ইন্দ্ৰঃ মহেন্দ্ৰঃ
গণ + ঈশঃ গণেশঃ
রমা + ঈশঃ = রমেশঃ
৫। অ-কার কিংবা আ-কারের পর হ্রস্ব উ-কার কিংবা দীর্ঘ ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়। এ- কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা-
সূর্য + উদয় সুর্যোদয়ঃ
গঙ্গা + উদকম্ = গঙ্গোদকম
অ+উ=ও
আ + উ = ও
গৃহ + ঊর্ধ্বম্ = = গৃহোম্
গঙ্গা + ঊর্মিঃ= পরা
all94%
← Songskrito Class - 9 - 2022 CO...
110/176
মাধ্যমিক সংস্কৃত
৬। অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে 'অ' হয়। অ-কার পূর্ববর্ণে যুক্ত হয় ও র
রেফ (1) হয়ে পরবর্ণের মস্তকে যায়। যথা-
অ+ = অব্
দেব + ঋষিঃ = দেবর্ষিঃ
মহা + ঋষি মহর্ষিঃ
৭। অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়। ঐ-কার
পূর্ববর্ণে যুক্ত হয়। যথা-
এক + একম্ = একৈকম্
সদা + এর = সদৈব
মত + ঐক্যম্ = মতৈক্য
মহা + ঐশ্বর্যম্ = মহৈশ্বর্যম্
৮। অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়। ঐ-কার
পূর্ববর্গে যুক্ত হয়। যথা-
মহা + ওষুধি = মহৌষধিঃ
গত + ঔৎসুক্যম্ = গতৌৎসুকা
মহা + ঔদার্যম্ = মহৌদার্যম্
অসমান স্বরবর্ণ পরে থাকলে অর্থাৎ হ্রস্ব ই-কার বা দীর্ঘ ঈ-কার ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে ই-কার বা
আ + ও = ঔ +8=8
ই-কার স্থানে য হয়। য পূর্ববর্ণে এবং পরবর্তী স্বর -কারে যুক্ত হয়। যথা— যদি + অপি = যদ্যপি ।
ই+অই স্থানে ই + আ = ই স্থানে
ই =ই স্থানে
অভি + আচারঃ = অত্যাচারঃ
অভি + উদয়ঃ = অভ্যুদয়ঃ
ই+এই স্থানে R+অ= ঈস্থানে
প্রতি + এক = প্রত্যেকম
নদী + অ = মদ্য
১০। উ-কার কিংবা দীর্ঘ ঊ-কার ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে উ বা উ-কার স্থানে বৃ হয়। বৃ পূর্ববর্ণে
ও পরবর্তী স্বরবর্ণ বৃ-কারে যুক্ত হয়। যথা-
+ অ = উস্থানে
অনু + অয়ঃ = অন্তস্যাঃ
সু + আগত স্বাগত
মধু + ইদম্ =
উ + এ = উ স্থানে ড + আ = ড স্থানে
O
=
অন + এসণম্ অন্বেষণ বধূ + আদিঃ = বর্ষাদি
১১। ঋ ভিন্ন স্বরবর্ণ পরে থাকলে 'ঋ' স্থানে 'র' হয়। ঋ, র-ফলা হয়ে পূর্ববর্গে যুক্ত হয় এবং পরের স্বর
ফলাযুক্ত বর্ণের সাথে মিলিত হয়। যথা- +অ= স্থানে বৃ
পিতৃ + অনুমতিঃ = পিত্রানুমতিঃ
ঋ + আ = স্থানে + ই = স্থানে র
পিতৃ + আদেশঃ = পিত্রাদেশঃ
পিতৃ + ইচ্ছা = পিরিচ্ছা
১২। স্বরবর্ণ পরে থাকলে পদান্তে অবস্থিত এ-কার স্থানে 'আ', ঐ কার স্থানে 'আহ্', ও-কার স্থানে "অ" এবং ঐ-কার স্থানে 'আৰু হয়। যথা-
এ+ অ = স্থানে অ
শে + অন = শয়নম্
ঐ + অ = ঐ স্থানে আহ্
ও + অ = ও স্থানে অব্
ঐ + ই = ঐ স্থানে আৰু
গৈ + অক = গায়ক
পো + অন = পৰন
নৌ + ইক = নাবিকঃ
ব্যঞ্জনসন্ধি বা 'হল'
১। যদি ও স্ এর পরে বা হু থাকে, তবে ভূ ও স্থানে হয়। যেমন-
উৎ + চারণম্ = উচ্চারণ
বিপদ + চ = বিপক্ষয়ঃ
তদ্ + ছবিঃ = তচ্ছবিঃ
২। যদি ও পৃ এর পরে জ্ব বা খ্ থাকে, তবে ত ও দৃ স্থানে া হয়। যেমন- উৎ + জ্বলম্ = উজ্জ্বলম্
কুৎ + ফটিকা = কুটিকা
বিপদ + জাল • বিপজ্জাল
তস্ + ঋনকারা = তরুনকারা
৩। পদান্তে অবস্থিত ত্ এর পর যদি হ্ থাকে, তবে স্থানে দূ এবং স্থানে ধ হয়। যেমন-
উৎ+ হারঃ = উদ্ধার
ত + হিতম্ =
৪। চ-কার কিংবা জ-কারের পর যদি সন্তান থাকে তবে দন্ত্য-ন স্থানে এ হয়। যেমন-
যাচ্ + না = য
৫। ল পরে থাকলে ত্ স্থানে ল হয়। যেমন-
| উৎ + লাসঃ = উল্লাসহ উৎ + লেখঃ = উল্লেখঃ
O
=
৬। স্বরবর্ণ পরে থাকলে হ্রষষরের পরবর্তী পদের অন্তস্থিত ন-কারে থিতু হয়। যেমন--
ধাবন + অশ্বঃ = ধাবনশ্বর
কস্মিন্ + অপি = কস্মিন্নপি
তস্মিন্ + এর = তস্মিন্নেব হসন + আগতঃ = হসন্নাগতঃ
৭। স্পর্শবর্ণ (ক-মৃ) পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুষ্ঠার (1) হয় অথবা যে বর্গের বর্ণ পরে
থাকে, সে বর্গের পঞ্চম বর্ণ হয়। যেমন-
ধনম্ + দেহি = ধনংদেহি, ধনদেহি
পুষ্পম্ + চিনোতি = পুষ্পং চিনোতি, পুষ্পঞ্চিনোতি:
চন্দ্ৰম + পশ্যতি = চন্দ্ৰং পশ্যতি, চন্দ্রস্পশ্যতি
৮। অন্তঃস্থ বর্ণ (য, র, ল, বৃ) বা উচ্চবর্ণ (শ, য স্) পরে থাকলে পদান্তে অবস্থিত ম্ স্থানে অনুষ্কার হয়।
যেমন--
দ্রুতম্ + খাতি = দ্রুতং যাতি
বিদ্যাম + লভতে বিদ্যাং লভতে
শয্যায়াম + পেতে = শয্যায়াং শেতে ভারস্ + বহতি = ভারং বহতি
৯। এর পর তালব্য শ থাকলে ত স্থানে চু এবং শ স্থানে হ্ হয়। যেমন-
উৎ + শ্বাসঃ উচ্ছ্বা
১০। যদি স্বরবর্ণ, বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ অথবা য, র, ল, ব, হ পরে থাকে, তবে পদের অন্তস্থিত কৃ
স্থানে স্থানে স্থানে ডু এবং প স্থানে বৃ হয়। যেমন- বাক + ঈশঃ = বাগীশঃ
দিক্ + গজঃ = দিগ্গজা
দিক্ + ভাগঃ + দিগ্ভাগঃ
বাক্ + রোধঃ = বাগরোধঃ
= বিদ্যাচক ধিক্ + যাচকম্ = 1
ধিক্ + লোভিন = ধিগুলোভিন
ঋক্ + বেদঃ = ঋগবেদঃ পিতৃ + অন্ত = ি
দিক্ + হস্তী = - দিগহস্তী
অপূ + ঘটঃ = অনুঘটঃ
১১। যদি ভূ পরে থাকে তবে স্বরবর্ণের পরে চূ আগম হয় এবং চূ ও মিলিত ভাবে 'চ্ছ' হয়। যেমন-
বি + ছেদঃ = বিচ্ছেদ পরি + ছেদা = পরিচ্ছেদ
১২। কৃ ধাতু নিষ্পন্ন শব্দ পরে থাকলে সম শব্দের ম্ স্থানে অনুষ্কার হয় এবং স-কার আগম হয়। যেমন- সম্ + কার = সংস্কারা
সম্ + কৃতঃ = সংস্কৃতঃ ১৩। “উৎ' উপসর্গের পরস্থিত 'স্থা' ও স্ত ধাতু 'সূ' লোপ পায়। যেমন- উৎ + স্থানম্ = উত্থানম্
উৎ+ স্থিত? = উত্থিতঃ
বিসর্গ সি
১। বিসর্গের পরে চ্ কিংবা স্থ থাকলে বিসর্গের স্থানে শ টু কিংবা ই পরে থাকলে বিসর্গের স্থানে য এবং ভূ কিংবা ঘৃ পরে থাকলে বিসর্গের স্থানে সূ হয়। যথা- 1+= মুনের + ছাত্রাঃ == মুনোত্রাঃ
1+5=5
পূর্ণঃ + চন্দ্ৰঃ পূর্ণচন্দ্রঃ
1+8=78
ধনুঃ + টঙ্কারঃ + ধনুষ্টঙ্কারা উদিতঃ + তপনা = উদিতস্তপনা
২। অ-কারের পরস্থিত স- জাত বিসর্গের পর অ-কার থাকলে পূর্ব অ-কার ও বিসর্গ উভয়ে মিলে ও-কার হয়। ও-কার পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের অ-কারের লোপ হয় ও দৃপ্ত অ-কারের এরূপ একটি 'হ' চিহ্ন
দিতে হয়। যথা-
নরঃ + অয়ম্ = নরোছাম্
সঃ + অহম্ = সোহ
৩। বর্ণের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ অথবা য, র, ল, ব, ওহ পরে থাকেল অ-কার ও আ-কারের পরস্থিত
স্-জাত বিসর্গ উভয়ে মিলে ও-কার হয়। ও-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা-
শান্তঃ + গজা = শাস্তোগজা, ভগ্নঃ + ঘটঃ ভগ্নোমটঃশিরঃ+ মণিঃ শিরোমণিঃ, বীরা + যোদ্ধা = ধীরোযোদ্ধা, লোহিতঃ + রবিঃ= লোহিতোরবিঃ কৃতঃ + লোডঃ কৃতোলোভঃ। শীতল + বায়ুঃ = শীতলোবায়ুঃ, ভীতঃ + হরিণঃ = ভীতোহরিণঃ ।
৪। স্বরবর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ অথবা, য, র, ল, ব, হ পরে থাকলে অ আ ভিন্ন স্বরবর্ণের পরিস্থত বিসর্গের স্থানে বৃ হয়। পরম্বর ঐ র-কারে যুক্ত হয়। কিন্তু পরে বাঞ্জনবর্ণ থাকলে ঐ ( রেহ ( ) হয়ে তার মস্তকে যায়। যথা-হরিঃ + অসৌ ছবি
রবেঃ + উদয়া = রবেরুদয়ঃ
সাধুর আম্ = সাধুরয়
গুরোঃ + গুরুর আদেশঃ = গুরোরাদেশঃ
বায়ুঃ + বাতি = বায়ুর্বাতি
শিশুঃ + হসতি = শিশুইসতি
হরিঃ + যাতি = হরির্যাতি
=
৫। কৃ-ধাতু নিষ্পন্ন পদ পরে থাকলে নমঃ, তিরা ও পুরঃ এই অব্যয় তিনটির বিসর্গ স্থানে দন্ত্য-সৃ হয়।
নমঃ + কার = নমস্কারা
পুরঃ + কারা = পুরস্কার
ভিরঃ + কার = ভিরস্কারঃ পুরা + কৃত্য = পুরস্কৃতা
Read more