জব ২: কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস (বোতল কুলার) মেজারিং ইন্সট্রুমেন্ট এর সাহায্যে পরীক্ষা করা।
পারদর্শিতার মানদন্ড
- স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
- নির্দিষ্ট স্পেসিফিকেশন (বোতল কুলার) সংগ্রহ করতে পারা
- কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;
- কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম:
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুপমেন্ট ও মেশিন)
গ) মালামাল (Raw Materials ) :
ডায়াগ্রামঃ
(ঘ) কাজের ধারা-
১। নির্দিষ্ট স্পেসিফিকেশনের একটি বোতল কুলার সংগ্রহ করো ।
২। বোতল কুলারের পেছনে ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম দেখ
৩ । বোতল কুলার কিছুক্ষণ চালাও, চালানোর পর
৪। সাপ্লাই কড বিচ্ছিন্ন করো ।
৫। স্ক্রু ড্রাইভার দিয়ে কভার প্লেট খোল
৬। সিস্টেম হতে কম্পোনেন্ট বিচ্ছিন্ন করো ।
- ফ্যান মোটর
- থার্মোস্ট্যাট সুইচ
- টাইমার সুইচ
- পিসি (পাওয়ার সাপ্লাই) বোর্ড
- পটেনসিয়াল রিলে
৭। কম্পোনেন্ট পরীক্ষা করার জন্য মেজারিং ইন্সট্রুমেন্ট নির্বাচন করো ।
৮। প্রতিটি কম্পোনেন্ট মেজারিং ইন্সট্রুমেন্ট এর সাহায্যে পরীক্ষা (কয়েলের কোয়ানটিটি- ভোল্টেজ কারেন্ট)
৯। কম্পোনেন্ট সমূহের তালিকা প্রস্তুত করে পুনরায় কম্পোনেন্ট সমূহ যথাযথ স্থাপন করো ।
১০। পুনরায় সাপ্লাই কড প্লাগে স্থাপন কর এবং কিছুক্ষণ চালাও
১১। সিস্টেমকে যথাস্থানে রাখ
কাজের সতর্কতা:
- অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে।
- কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ ট্রেইনারকে জানাতে হবে।
আত্মপ্রতিফলন
কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস (বোতল কুলার) মেজারিং ইন্সট্রুমেন্ট এর সাহায্যে পরীক্ষা করার দক্ষতা অর্জিত হয়েছে /হয় নাই /আবার অনুশীলন করতে হবে।
Read more