পাঠ পরিচিতি

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা সাহিত্য - গদ্য | NCTB BOOK
2.2k
Summary

‘আম আঁটির ভেঁপু’ গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে গৃহীত। এটি গ্রামীণ জীবনে অধ্যুষিত দুই ভাই-বোন, অপু ও দুর্গার দারিদ্র্য হালনাগাদের কথা বলে। যদিও তারা দারিদ্র্যের মধ্যে বড় হয়, তাদের জীবনে প্রকৃতির প্রতি আনন্দ ও বিস্ময়ের অভাব নেই। গল্পে পল্লি-মায়ের চরিত্র চিরকালীন এবং এটি শিশুদের আনন্দদায়ক শৈশব ও প্রকৃতির সম্পর্ক দেখায়। এটি শিশু-কিশোরদের প্রকৃতির প্রতি আগ্রহী হওয়ার প্রেরণা দেয়।

‘আম আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলন করা হয়েছে। গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি । গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লি-মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। এ গল্প শিশু-কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জোগায় ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়  ও প্রশ্নের উত্তর দাও :
রিপন ও রুমা দুই ভাই-বোন। তাদের বয়সের পার্থক্য চার বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে । রুমার বিভিন্ন আদেশ, আবদার রিপন মানতে চায় না। এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

ভাই-বোনের সম্পর্ক
ভাই-বোনের বিরোধ
ভাই-বোনের আবদার
মায়ের চিন্তা
নারকেলের মালাটা আমায় দে
তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত
দুর্গার হাতে একটি নারিকেলের মালা
একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জারাবো
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...