বিসুদ্ধিমগগ

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - পালি - | NCTB BOOK
3

সীলানিসংস

১। সাসনে কূলপুস্তানং পতিষ্ঠা নথি যং বিনা,

আনিসংস পরিচ্ছেদং তস সীলস কো বলে? 

২। ন গঙ্গা যমুনা চাপি সরভু বা সরসসৃতি,

৩। নিম্নগা বাচিরবর্তী মহী চাপি মহানদী। সৰুণন্তি বিসোধেতুং তং মলং ইধ পাণীনং,বিসোধযতি সত্তানং যং বে সীলজলং মলং।

৪। ন তং সজলদা বাতা ন চাপি হরিচন্দনং,

নের হারা ন মনযো ন চন্দনকিরণঙ্কুরা।

৫। সমযন্তী ধ সত্তানং পরিলাহং সুরক্ষিতং, যং সমেতি ইদং অরিয়ং সীলং অচ্চন্তসীতলং।

৬। সীলগন্ধ সমো গন্ধো কুতো নাম ভবিস্সতি,

যো সমং অনুবাতে চ পটিবাতে চ বাতি।

৭। সগ্‌গারোহণ সোপানং অঞং সীলসমং কৃতো?

বারং ব পন নিব্বান নগরসস্ পবেসনে।

৮। সোভস্তেব নৃ রাজানো মুক্তামণি বিভূসিতা,

যথা সোভস্তি যতিনো সীলভূসণ ভূসিতা।

৯। অত্তানুবাদাদি ভযং বিদ্ধং সযতি সবো,

জনেহি কিত্তিহাস সীলং সীলবতং সদা।

 ১০। গুণনাং মূলভূতস দোসনং বলঘাতিনো,

ইতি সীলস বিঞেঞং আনিসংস-কথামুখং।

 

সারমর্ম

'শীলানিসংস' হচ্ছে শীল পালনের সুফল। শীল পালনের সুফল ইহজীবনেই লাভ হয়ে থাকে। শীল পালন করলে কোনো রকম অনুশোচনা কিংবা অনুতাপ থাকে না। শীল প্রতিপালনে পাঁচ প্রকার সুফল লাভ হয়। যথা-

১. শীল পালন করলে ইহ জীবনে প্রচুর ভোগ সম্পত্তি লাভ হয়। 

২. শীলবানের কল্যাণ ও যশকীর্তি দূর দূরান্তে কীর্তিত হয়।

৩. শীল পালনকারী যে কোনো পরিষদে নির্ভয়ে গমন করতে পারেন।

৪. শীল পালন করলে অকালে মৃত্যু হয় না।শীল পালন করলে মৃত্যুর পর স্বর্গে উৎপন্ন হওয়া যায়।

বুদ্ধপুত্রগণের শাসনে সুপ্রতিষ্ঠা হয় শীল পালনে। নিম্নগামী স্রোতস্বিনী-গঙ্গা, যমুনা, সরভূ, সরস্বতী প্রভৃতি নদীর জল দিয়ে মানুষের চরিত্র শোধন করা যায় না। শীলরূপ বারিতেই চরিত্র বিশুদ্ধ হয়। মণিমুক্তা পরে রাজা যে শোভা বর্ধন করতে পারে না তার চেয়ে বেশি শোভিত হয় শীলবান ব্যক্তি।

শব্দার্থ

পরিচ্ছেদং-পোশাক; নিম্নগা - নিম্নগামী; বিসোধেতুং-বিশোধন করতে; সগ্‌গারোহণ - স্বর্গারোহণ সোভন্তি - শোভা পায়; সীলভূসনা - শীলভূষণ দ্বারা; অত্তানুবাদাদি ভয়ং- আত্ম- অপবাদ ভয়; দোসনং- দোষ, আনিসংস- সুফল।

টীকা

আনিসংস: আনিসংস শব্দের অর্থ হল সুফল। এখানে শীল পালনের সুফলকে নির্দেশ করা হয়েছে। যে কোনো স কাজের সুফল কর্তা ভোগ করে। শীল পালন হল সুকর্ম। এ সুকর্মের দ্বারা কায় বিশুদ্ধি, বাক্য বিশুদ্ধি এবং চিত্ত বিশুদ্ধি হয়। এ ত্রিদ্বারে যাঁরা বিশুদ্ধ থাকেন তাঁদের চরিত্র হয় সুন্দর, নির্মল। নির্মল চরিত্রবান লোক সকলের শ্রদ্ধার পাত্র। শীল পালনে যথার্থ সুফল অর্জিত হয়।

মহাবংস

ধ্যাসোকসন অভিসেকো

১। মোরিযানং খণ্ডিযানং বংসে জাতং সিরীধরং, চন্দগুত্তো'তি পঞঞাতং চাণক্কো ব্ৰাহ্মণ ততো ।

২। নবমং ধননন্দং তং ঘাতেড়া চণ্ডকোধবা, সকলে জম্বুদ্বীপসিং রজ্জে সমভিসিঞ্চি সো।

৩। সো চতুৰীস-বসানি রাজা রজ্জং অকারবি,তসপুত্তো বিন্দুসারো অবিসতি কারবি।

৪। বিন্দুসারসুতা আসুং সতং একা চ বিসুত, অসোকো আসি তাসং তু পুঞঞতেজ বলিন্ধিকো বেমাতিকো ভাতরো 

৫। সে হস্তা একুনংকং সতং, সকলে জম্বুদ্বীপস্মিং একরজং অপাপুলি।

৬। জিননিব্বানতো পচ্ছা পুরে তসাভিসেকতো,

সাঠারসং বসস্সতন্বযং এবং বিজানিযং ।

৭। পড়া চতুহি বসহি একরজং মহাযসো, পুরো পাটলিপুত্তস্মিং অত্তানং অভিসেচবি ।

৮। রাজাভিসিত্তো সো অসোকো কুমারং তিসবহং, কনিষ্ঠং সোদরিযং উপরচ্ছে ডিসেচবি।

সারমর্ম

মৌর্য-ক্ষত্রিয় বংশের রাজা চন্দ্রগুপ্ত। তাঁর চব্বিশ বছর রাজত্বের পর পুত্র বিন্দুসার আটাশ বছর রাজত্ব করেন। বিন্দুসারের পুত্র ছিল একশ একজন। অশোক ছিলেন তাঁদের মধ্যে শক্তিশালী এবং পুণ্যবান। অশোক নিরানব্বই জন বৈমাত্রেয় ভাইকে নিহত করে জম্বুদ্বীপে নব রাজ্যের প্রতিষ্ঠা করেন। রাজ্যের রাজধানী ছিল পাটলীপুত্র। অশোক বুদ্ধের মহাপরিনির্বাণের ২১৮ বছর পর সিংহাসনে বসেন। কনিষ্ঠ ভাই তিষ্য ছিলেন উপরাজ।

শব্দার্থ

পঞঞত্তং- প্রজ্ঞাপ্তি; রজ্জে-রাজ্যে, রজ্জং-রাজত্ব; অবিসতি - আটাশ, বিসতো বিশ্রুত; পুঞঞতেজ- পুণ্যতেজ, ৰেমাতিকো - বৈমাত্রেয়; জিন নিব্বানতো বুদ্ধের নির্বাণের; অট্ঠারসং- আঠার; পাটলিপুত্তস্মিং পাটলীপুত্র; কনিষ্ঠং - কনিষ্ঠ; অভিসেচবি - অভিসিক্ত হন।

টীকা

অভিসেক: অভিসেক এর বাংলা প্রতিশব্দ অভিষেক। সম্রাট অশোক রাজ্য অভিষেক করেন কলিঙ্গ জয়ের চার বছর পর। সমগ্র জম্বুদ্বীপে তিনি একটি মাত্র রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কলিঙ্গরাজসহ অপরাপর সকল রাজাকে পরাজিত করতে তাঁর চার বছর সময় লেগেছিল। পাটলীপুত্রে রাজধানী স্থাপন করে নিজের কনিষ্ঠ ভাইকে উপরাজ মনোনীত করে অভিষেক করেন। অভিষেক হল জয়ের মূর্ত প্রকাশ।

Content added By
Promotion