২। জরিফা বেগম সারা দিনকাজের পর গৃহে ফিরেআসেন। তিনি তার শোয়ারঘরে ঢুকে সব সময়ক্লান্ত বোধ করেন। খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি সবকিছুর অবস্থান এমনভাবে রয়েছে যে, ঘরটি কোনোভাবেইতাকে আকর্ষণ করে না। তারবোন বেড়াতে এসে বসার ঘরেঢোকে এবং কিছু সময়পর শোবার ঘরে এসে তাকেআসবাব বিন্যাসের শিল্পনীতি সম্পর্কে ধারণা দেন ।