শ্রদ্ধেয় শরণঙ্কর ভিক্ষু কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মালোচনা করতে গিয়ে বলেন, "বুদ্ধের প্রথম ধর্ম দেশনা 'ধর্মচক্র প্রবর্তন সূত্র' নামে খ্যাত। বুদ্ধ তাঁর পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে নব আবিষ্কৃত চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্য সমুৎপদ তত্ত্ব, অনিত্য ও অনাত্মবাদ ইত্যাদি দেশনা করেন। পঞ্চশিষ্যরা বিমুগ্ধচিত্তে এই দেশনা শ্রবণ করেন।”