সৃজনশীল প্রশ্ন
দুজনের কথোপকথন-
ফুলি -নিবেন আপা, ফুল। মাত্র দশ টাকার একতোড়া ফুল। ভাত খাব আপা, নেন না।
অন্তরা- এদিকে আয়। ফুল কিনে জিজ্ঞেস করে- মাদ্রাসায় যাস না কেন? তোর মা-বাবা নেই।
ফুলি -খেতেই পারি না, আবার মাদ্রাসা।
অন্তরা - মিনা কার্টুনের ছবিটা দেখিয়ে বলে প্রাথমিকের লেখা পড়ার জন্য কোনো খরচ নাই। মাদ্রাসার দুপুরে সামান্য খাবারেরও ব্যবস্থা আছে।