সুমী ও মুক্তা দুই বোন। তারা উভয়ে একাদশ শ্রেণিতে পড়ে। শিক্ষক স্বাধীনতা নিয়ে আলোচনা করছিলেন। সুমী জিজ্ঞাসা করল, স্বাধীনতা আছে বলে মানুষ কি যা খুশি তাই করতে পারে? তা যদি হয়, তাহলে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হবে। মুক্তা বলল, সুমীর কথা ঠিক। তবে স্বাধীনতা বলতে খুশিমত কাজ করাকে বোঝায়, যদি তা অন্যের কোনোরূপ স্বাধীনতা খর্ব না করে। শিক্ষক তাদের উভয়ের মতকে সমর্থন করলেন এবং বললেন, মানুষের বিভিন্ন দিকের উন্নয়ন ও বিকাশ স্বাধীনতা দ্বারা সুরক্ষিত হয়।