আল-জাজিরা চ্যানেলে বিশ্ব সংবাদ দেখতে বসে দুটি খবরের প্রতি মুনির সাহেবের মনোযোগ গেল। ১ম খবরটিতে দেখানো হচ্ছে, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর তার বৈমাত্রেয় ভাই সালমান বিন আব্দুল আজিজ সিংহাসনে বসেছেন। সংবাদে বাদশাহ হিসেবে সালমানের একচ্ছত্র ক্ষমতা ভোগের নেতিবাচক দিক - তুলে ধরা হলো। কিছুক্ষণ পর ২য় খবরে দেখানো হলো, সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন। খবরে সুইডেনের রাজার সীমিত ক্ষমতার পরিসর নিয়ে সংবাদ পাঠক আলোকপাত করলেন। মুনির সাহেবের মনে পড়ল, সুইডেন বিশ্বের অন্যতম সেরা গণতন্ত্রের দেশ। তার মনে প্রশ্ন জাগল, দুই দেশেই যদি রাজা থাকেন, তাহলে দেশ দুটির মধ্যে পার্থক্য কোথায়?