সাধারণ জ্ঞান

- সাধারণ জ্ঞান | NCTB BOOK

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়। 

সেক্টর ২ঃ কুমিল্লা, নোয়াখালী, আখাউড়া, ভৈরব, ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষিণে ছিল এ সেক্টরের সদরদপ্তর।

1 year ago

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য (পারমানেন্ট ফাইভ, বিগ ফাইভ বা পি৫ নামেও পরিচিত) হল পাঁচটি সার্বভৌম রাষ্ট্র যাদের ১৯৪৫ সালের জাতিসংঘ সনদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দিয়েছে। এরা হচ্ছে: চীন, ফ্রান্স, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

1 year ago

UNDP এর পূর্ণরুপ হলো= United Nations Development Programme. বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। 

SAARC এর পূর্ণরূপ হলো= South Asian Association for Regional Co-operation

1 year ago

অপারেজয় বাংলা এবং কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিদ্বয়ের নাম হলো- সৈয়দ আব্দুল্লাহ খালিদ ,হামিদুর রহমান।

বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন।

 

1 year ago

মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক হলেন নিউটন এবং কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড আইকেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

11 months ago

মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত (১ সেপ্টেম্বর ১৯১৮ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন

ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি

11 months ago

Promotion