-
(৫)
সার্ভার কী?
-
-
-
-
(১)
ববি অনেক দিন থেকে একটি কবিতার বই প্রকাশ করতে চান। অনেক মেধা ও শ্রম দিয়ে অবশেষে তিনি 'হিমেল হাওয়া' নামক একটি কবিতার বইয়ের পান্ডুলিপি তৈরি করেন। পরবর্তীতে পান্ডুলিপি সরকারের দফতরে জমা দিয়ে এটির নিবন্ধন গ্রহণ করেন। তিনি ভালো একজন প্রকাশকের মাধ্যমে এটি প্রকাশ করার চিন্তা করছেন। সুমন নামে তার এক দূর সম্পর্কের আত্মীয় ববির বাড়িতে বেড়াতে আসে। সুমন গোপনে 'হিমেল হাওয়া' বইটির পান্ডুলিপির একটি কপি সংগ্রহ করে তার নিজ নামে প্রকাশ করে। ববি এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য তাঁর এক আইনজীবী বন্ধু কাছে যায়।
-
(২)
শীতকালীন ছুটিতে আবির তার বাবা-মা'র সাথে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। কক্সবাজার যাওয়ার আগে আবিরের বাবা ঘরে বসেই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনের টিকেট, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার বাসের টিকেট এবং কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য অত্যাধুনিক নৌ-যানের টিকেট নিশ্চিত করেছিলেন। এছাড়া কক্সবাজার ও সেন্টমার্টিনে থাকার জন্য হোটেলের টিকেটও অগ্রীম করে নিয়েছিলেন ঘরে বসেই। আবির নিজেই তাদের ভ্রমণকালীন আবহাওয়া কেমন থাকতে পারে জেনে নিয়েছিল।
-
(৩)
আজ আসিফের জন্মদিন। বাড়িতে সবার সাথে আনন্দমুখর পরিবেশে তার জন্মদিনের সন্ধ্যাটি কেটেছে। আসিফের ছোট চাচা থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। রাতে আসিফের বাবা ল্যাপটপ খুলে দেখালো তার চাচা তাকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই বার্তার নিচে যুক্ত (Attached) করে দিয়েছেন আসিফের শিশু বয়সের দুটি ছবি।
-
(৪)
তোমার বাসা থেকে চিড়িয়াখানা যাওয়ার সকল প্রকার ব্যবস্থা সম্পর্কে তোমার জানা আছে। তোমার মামাতো ভাই রথিন চিড়িয়াখানা দেখতে যাবে কিন্তু তুমি সাথে যেতে পারছো না। এমতাবস্থায় তুমি বললে প্রথমে বাসা থেকে পায়ে হেঁটে গলির মোড় পর্যন্ত যেতে হবে। তারপর রিকসা নিয়ে বাসস্ট্যান্ডে যেতে হবে। বাসস্ট্যান্ডে থেকে বাসে উঠে চিড়িয়াখানায় যাওয়া যাবে।
-
(৫)
আবির সাহেব তাঁর পরিবার নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন। বিভিন্ন দর্শনীয় স্থানের স্মৃতি ধরে রাখতে তিনি স্থানীয় একজন পেশাদার চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারকে ছবি তোলার দায়িত্ব প্রদান করেন। ফটোগ্রাফার তার ক্যামেরায় তোলা ছবিগুলো আবির সাহেবকে পেনড্রাইভে দিয়ে যান। ছবিগুলো অত্যন্ত ভালো হয়েছে। পরেরদিন আবির সাহেব দেখলেন, উক্ত ফটোগ্রাফার সৈকতে লাগোয়া একটি দোকানের সামনে তাদের (আবির সাহেব) পরিবারের কিছু ছবি টানিয়ে রেখেছেন। ফটোগ্রাফারকে এর কারণ জিজ্ঞেস করলে ফটোগ্রাফার বলেন, ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। তাই অন্য পর্যটকদের আকৃষ্ট করতে ছবিগুলো এখানে রেখেছি।