আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে এখন শ্রীহীন প্রায়। যতটুকু আছে তাও ঘটের তলানিতে। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু আলমাস মননে আধুনিক। ওসবে তার মাথাব্যথা নেই। বাবাকে বলে, "আমি এ যুগের ছেলে, শিক্ষাই আমার সম্পদ। আমায় নিয়ে ভেবো না, বাবা। জীবন পাল্টানোর পরশমণি আমার হাতের মুঠোয়।"
আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই দেখতে পারেন না।"- এ উক্তিটি তাহেরা করেছিল জমিদারগিন্নিকে কটাক্ষ করে।
নাটক
আমরা অনেক সময় সহজেই অনেক নৃশংস কাজ করে ফেলি। সেটি সম্পর্কে আমাদের বিন্দুমাত্র আফসোস থাকে না। আবার সামান্য কোনো বিষয় নিয়ে অনেক আফসোসের শেষ থাকে না। তাহেরা জমিদার পরিবারকে কটাক্ষ করে আলোচ্য উক্তিটি করে। জমিদারগিন্নি তাহেরার অনেক নিষেধ সত্ত্বেও তার পরিচয় পীরের কাছে ফাঁস করে দেন। তাহেরা বারবার তার পরিচয় পীরকে না জানাতে অনুরোধ। করে। কারণ পীরের কাছে যাওয়া মৃত্যুরই নামান্তর। তাই তাহেরা যখন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায় তখন খোদেজা ও হাশেম আলি তাকে বাঁচালে তাহেরা আলোচ্য উক্তিটি করে। তারা তাকে পীরের হাতে তুলে দিতে পারেন কিন্তু পানিতে ঝাঁপ দিয়ে মরতে দেন না। মূলত জমিদারগিন্নির ওপর ক্ষোভ থেকেই তাহেরা উক্তিটি করে।
সারকথা: আমরা জবাই করা পশুর গোশত খেতে পারি কিন্তু পশু জবাই দেখতে পারি না। অনুরূপ আমরা অন্যের ক্ষতি করতে পারি কিন্তু দেখতে পারি না। তাহেরার উক্তিতে এমন ভাবনাই প্রকাশ পেয়েছে
আপনি কি খুঁজছেন “বাংলা সহপাঠ নবম-দশম শ্রেণি PDF”, বাংলা সহপাঠ অনুশীলনীর সমাধান, বা Class 9-10 Bangla Sahopath Question Answer?
তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–এ আপনি পাবেন বাংলা সহপাঠ বইয়ের প্রতিটি অধ্যায়ের ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, MCQ, ভিডিও ব্যাখ্যা এবং PDF ডাউনলোড সুবিধা — সবকিছু একদম ফ্রি!
🔗 বাংলা সহপাঠ – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(এই লিংকে ক্লিক করে আপনি NCTB অনুমোদিত বাংলা সহপাঠ বই অনলাইনে পড়তে পারবেন অথবা PDF হিসেবে ডাউনলোড করতে পারবেন।)
SATT Academy–এর মাধ্যমে বাংলা সহপাঠ বইয়ের প্রতিটি অধ্যায়কে করুন সহজ, প্রাণবন্ত ও ফলপ্রসূ — প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, PDF ও ভিডিও লেকচারসহ।
🎓 SATT Academy – শেখার নতুন মানে, সবার জন্য।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?