আমাদের দেশে কৃষি বনায়ন জরুরি কারণ বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং ভূমি সীমিত। বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এ ভূমি সক্ষম নয়। কৃষি বনায়নের মাধ্যমে একই জমিতে বৃক্ষ, ফসল, পশুপাখি ও মৎস্য উৎপাদন করা যায়। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশকে সমৃদ্ধ রাখে। অর্থনৈতিকভাবে এ বনায়ন লাভজনক।