নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও
'আল্লাহু গাফুরুন' অর্থ কী? আল্লাহর এ গুণটি তুমি কীভাবে অনুসরণ করবে?
আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ পরম ক্ষমাশীল।
মানুষ যদি ভুলবশত কোনো অন্যায় ও অশ্লীল কাজ করে ফেলে কিংবা পাপ করে নিজেদের প্রতি যুলুম করে বসে, তবে যদি সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন। এ মর্মে আল্লাহ তা'আলা বলেন, 'তোমাদের প্রতিপালক দয়া করাকে তার নিজের কর্তব্য বলে লিখে নিয়েছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি কোনো মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।' (সূরা আল- আন'আম, আয়াত: ৫৪)
আমরা আল্লাহর আল-গাফুর নামের ওয়াছিলা দিয়ে তাঁর কাছে ক্ষমা চাইব। ক্ষমা প্রার্থনাকারী ও তাওবাকারীদের আল্লাহ ভালোবাসেন। আমাদের প্রিয়নবি (সা.)- যাঁর কোনো গুনাহ ছিল না, তদুপরি তিনি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতেন।
আমরাও আল্লাহ তায়ালার মতো ক্ষমাশীল হবো। কেউ আমাদের সাথে অপরাধ করলে তাকে ক্ষমা করে দেবো।
কাজ ১: ইসলামি উৎসবের কথা বলি
ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব- অনুষ্ঠানগুলোর নাম লেখো।
কাজ ২: অভিজ্ঞতা বিনিময় করি
তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পুরণ করো। নমুনা ছক:
| আমি ইসলামি যে উৎসব/অনুষ্ঠানগুলো দেখেছি | |
| আমার বন্ধু ইসলামি যে উৎসব/অনুষ্ঠানগুলো দেখেছে | |
বন্ধুর দেখা উৎসব/অনুষ্ঠানগুলো সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। |
কাজ ৩: বিধি-বিধানের কথা জানাই
তুমি ইসলামের বেশ কিছু বিধি-বিধান সম্পর্কে জেনেছ। তোমার দেখা উৎসব/অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধি-বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো।
কাজ ৪: ইসলামি উৎসব/অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি
মনে করো, তোমরা বিদ্যালয়ে একটি ইসলামি অনুষ্ঠানের আয়োজন করছো। সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো।
পরিকল্পনায় থাকবে:
>সময় ও স্থান নির্বাচন;
> আমন্ত্রিত অতিথি নির্বাচন:
>দায়িত্ব বণ্টন;নিমন্ত্রণের চিঠি;
>অনুষ্ঠানসূচি/আলোচ্যসূচি;
>অনুষ্ঠানসংশ্লিষ্ট কুরআন/হাদিসে বানী/প্রার্থনামূলক হামদ বা নাথ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?