খুশবু, হৃদিতা ও সদিচ্ছা বাড়ি থেকে স্কুলে রওনা হলো। স্কুলে পৌছাতে খুশবুর ১৫ মিনিট, হৃদিতার ২০ মিনিট এবং সদিচ্ছার ৩০ মিনিট সময় লাগল। খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব ১৫০০ মিটার, হৃদিতার ১৮০০ মিটার এবং সদিচ্ছার ২১০০ মিটার।
দেয়াল ঘড়ির দোলকের গতি দোলন বা স্পন্দন গতি।
ব্যাখ্যা: আমরা জানি, যখন কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীতমুখী হয় তখন তার গতিকে দোলনগতি বলে। অন্যভাবে আমরা বলতে পারি যে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, পর্যায়কালের অর্ধেক সময় কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে ঐ বস্তুর গতিকে দোলন গতি বলে। দেয়াল ঘড়ির দোলকটির ক্ষেত্রে দেখা যায় যে, নির্দিষ্ট সময় পরপর দোলকটি এদিক-ওদিক চলে, যা দোলনগতির উদাহরণ। অতএব, দেয়াল ঘড়ির দোলকের 'গতি দোলন বা স্পন্দন গতি।
আপনি কি ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই (২০২৫) এর সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, অথবা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাচ্ছেন অধ্যায়ভিত্তিক গাইড, MCQ, ব্যাখ্যা, ভিডিও ক্লাস ও Live Test — এক জায়গায়!
🔗 বিজ্ঞান – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য লিংক)
SATT Academy–এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইটি সহজ ভাষায়, আধুনিক কনটেন্ট ও ইন্টার্যাক্টিভ পদ্ধতিতে শিখুন — পড়া হোক মজার ও ফলপ্রসূ!
🎓 SATT Academy – আপনার প্রযুক্তিনির্ভর পাঠসাথী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?