Academy

সংক্ষিপ্ত- প্রশ্নোত্তর সমাধান

Ans :

দৈনন্দিন জীবনে আমরা ইন্টারনেটকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি।

তবে ইন্টারনেটের সবচেয়ে বেশি ব্যবহার হয় বিভিন্ন রকম তথ্য খোঁজার ক্ষেত্রে। শুধু তথ্য নয় যদি কখনো কোনো সম্পূর্ণ বই হারিয়ে যায় সেটি ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোড করা যেতে পারে। তাই আমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে তা খুব সহজেই আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। ইন্টারনেটে, বিভিন্ন ধরনের বই ডাউনলোড করার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে। আর এসব বই নামানোর জন্য রয়েছে ডাউনলোড অপশন। শুধু একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য মডেম ব্যবহার করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে বইটি নামিয়ে আনা যায়। তেমনি আমার বিজ্ঞান বইটি পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইট www.ebook.gov.bd-এ গিয়ে সার্চ অপশনে বিজ্ঞান বইয়ের নামটি লিখতে হবে। এরপর বিজ্ঞান বইটি পাওয়া গেলে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে হারিয়ে যাওয়া বিজ্ঞান বইটি আমার কম্পিউটারে চলে আসবে। তাই ইন্টারনেট ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে হারিয়ে যাওয়া বিজ্ঞান বইটি সহজেই নতুন করে ফিরে পাওয়া সম্ভব।

2 months ago

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস হলো এমন একটি সেবা যার মাধ্যমে কোনো তারের সংযোগ ছাড়াই ইন্টারনেটে যুক্ত হওয়া যায়। এটি সাধারণত Wi-Fi, 4G, 5G বা অন্যান্য বেতার প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এই সেবাটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসগুলোকে ইন্টারনেটে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।

ইন্টারনেট বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খবর পড়া, যোগাযোগ করা, পথনির্দেশনা পাওয়া, অফিসের কাজ করা, অনলাইন ক্লাস করা, বিনোদনসহ প্রায় সব কাজেই ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। আজকাল অনেকে ইন্টারনেট ছাড়া দৈনন্দিন জীবন কল্পনাও করতে পারে না।

আগে মানুষ খবরের কাগজ পড়ত, কিন্তু এখন প্রায় সব সংবাদপত্র অনলাইনে পাওয়া যায়। ফলে একজন পাঠক চাইলেই একাধিক সংবাদপত্র পড়তে পারে। এমনকি রেডিও ও টেলিভিশনের খবরও ইন্টারনেটের মাধ্যমে সহজলভ্য হয়ে গেছে, যা খবরের কাগজের প্রচলিত ধারণাকে অনেকটাই বদলে দিয়েছে।

GPS বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি স্যাটেলাইট পথ নির্দেশক ব্যবস্থা যা পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান নির্ণয় করতে ব্যবহৃত হয়। এটি মূলত স্মার্টফোন, গাড়ির ন্যাভিগেশন সিস্টেম এবং অন্যান্য ডিভাইসগুলোতে ব্যবহৃত হয়। GPS এর সাহায্যে আমরা নিজেদের অবস্থান জানতে পারি, দিক নির্ধারণ করতে পারি এবং একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য পথ নির্ধারণে সহায়তা পেতে পারি।

বর্তমান কালে অফিস বা কর্মক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। ইন্টারনেট অফিসে যোগাযোগ, ডকুমেন্ট শেয়ারিং, ইমেইল আদান-প্রদান, ভিডিও কনফারেন্স, অনলাইন রিসার্চ, সফটওয়‍্যার ব্যবহারের মাধ্যমে কাজ সহজ করে। এটি এমন একটি প্রযুক্তি যা দূরত্বের বাধা দূর করে এবং কর্মক্ষেত্রে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে।

আগে আমরা টেলিফোনে শুধু কথা বলতাম, ইন্টারনেটের ব্যান্ডউইথ (bandwidth) বেড়ে যাওয়ায় আজকাল শুধু কথায় আমাদের সন্তুষ্ট থাকতে হয় না। আমরা যার সাথে কথা বলছি তাকে দেখতেও পাই ভিডিয়ো কলের মাধ্যমে। একসময় কেউ যখন বিদেশ যেত, হাতে লেখা চিঠি ছিল যোগাযোগের একমাত্র উপায়। এখন ভিডিয়ো কলে সামনাসামনি দেখে কথা বলা খুব প্রচলিত বিষয় হয়ে গেছে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...