দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছে জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার।
উদ্দীপকের যাত্রীরা 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনার বাঙালি জাতির প্রতীক।
একটি জাতির জীবনে বিভিন্ন সময়ে নানা রকম বাধা আসে। সেসব বাধা-বিঘ্ন ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হয়। সব বাধা পেরিয়ে অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যেতে হয়।
উদ্দীপকে দুর্দশাগ্রস্ত যাত্রীদের কথা বর্ণিত হয়েছে, যারা যাত্রাপথে কঠিন বিপদের সম্মুখীন। তাই তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে ভেঙে না পড়ার জন্য। অন্যদিকে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনায় দুর্দশাগ্রস্ত বাঙালি জাতির কথা তুলে ধরা হয়েছে। তারা পাকিস্তানি শাসকবর্গের শোষণের জাঁতাকলে পিষ্ট, যা তাদের জীবনকে করেছে বিষময়। এসব দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকের যাত্রীরা আলোচ্য রচনার বাঙালি জাতির প্রতীক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?