মকবুল মিয়া একজন দরিদ্র কৃষক। তার আট সন্তান। অভাবের কারণে প্রায়ই তারা অর্ধাহারে, অনাহারে দিন কাটায়। মকবুলের ছেলে-মেয়েরা বেশিরভাগ সময়ই নানারকম অসুখে ভোগে। এছাড়া মকবুলের মেজাজও সব সময় খিটখিটে থাকে।
উদ্দীপকে মকবুলের পরিবারের সদস্যরা খাদ্য চাহিদা থেকে বঞ্চিত।
মানবজীবনের প্রথম ও প্রয়োজনীয় চাহিদা হলো খাদ্য। শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য খাদ্যের প্রয়োজন অবশ্যম্ভাবী। মানুষের দেহের জন্য প্রয়োজন খাদ্য। এটা যদি সে না পায় তাহলে সে বাঁচতে পারে না। তাই খাদ্য বলতে আমরা ঐ বস্তু বা দ্রব্যকে বুঝে থাকি যা শরীরে হজম হয় এবং শরীরের বৃদ্ধি ও কর্মশক্তি দানে সাহায্য করে থাকে। আর এ খাদ্য হতে হবে ছয়টি উপাদান মিশ্রিত, যেমন- আমিষ, শর্করা, চর্বি, লবণ, ভিটামিন ও পানি। যা বিভিন্ন ধরনের খাবার গ্রহণের মাধমে শরীর পেয়ে থাকে। প্রয়োজনীয় খাবারের অভাবে মানুষের স্বাভাবিক জ্ঞান ও বুদ্ধি লোপ পায়। উদ্দীপকের মকবুল মিয়ার আট সন্তান। সামান্য কৃষিকাজ করে তিনি সন্তানদের প্রয়োজনীয় খাবারের চাহিদা পূরণ করতে পারেন না। ফলে তারা বেশিরভাগ সময়ই বিভিন্ন ধরনের অসুখে ভোগে। তাই বলা যায়, খাদ্যের চাহিদা পূরণ না হওয়ায় মকবুলের পরিবার বিভিন্ন সমস্যায় পড়ছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?