উদ্দীপক (ⅰ)
প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
উদ্দীপক (ii)
শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না
প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা
মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না-
পরো-পরো যুদ্ধের সজ্জা।
উদ্দীপক (ⅰ) 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনার দেশের সংকটময় মুহূর্তের দিককে ইঙ্গিত করেছে।
আমাদের জাতীয় জীবনে বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আসে নানা রকম বাধা। এমন সময় হাত গুটিয়ে বসে না থেকে ঐক্যবদ্ধভাবে বাধা-বিঘ্ন মোকাবিলা করে এগিয়ে যেতে হয়।
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনার দুর্দশাগ্রস্ত বাঙালি জাতির কথা তুলে ধরা হয়েছে। পাকিস্তানি শাসকদের অত্যাচারে বাঙালি জাতি ছিল পরাধীনতার শেকলে বন্দি। পাকিস্তানি শাসকবর্গের শোষণের জাঁতাকলে পিষ্ট হয়ে বাঙালি জাতির সুখ-স্বাচ্ছন্দ্য হারিয়ে জীবন বিষময় হয়ে ওঠে। উদ্দীপক (i)-এর কবিতাংশেও জাতির সংকটময় মুহূর্তের কথা বলা হয়েছে। জাতি যখন ধ্বংসের মুখোমুখি দাঁড়ায় তখন আর নিশ্চুপ বসে থাকার সময় থাকে না। সবাইকে তখন প্রতিবাদী হয়ে উঠতে হয়। উদ্দীপক (i) 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনার এই বিশেষ দিককেই ইঙ্গিত করেছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?