উদ্দীপক (ⅰ)
প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
উদ্দীপক (ii)
শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না
প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা
মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না-
পরো-পরো যুদ্ধের সজ্জা।
"উদ্দীপক (ii)-এর চেতনা 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনাটির মূল চেতনাকে ধারণ করে।"- মন্তব্যটি যথার্থ।
স্বাধীনতা প্রতিটি মানুষের জন্মগত অধিকার। কেউ কখনো পরাধীনতার শেকলে আবদ্ধ থাকতে চায় না। বাঙালি জাতিও যোগ্য নেতার আহ্বানে প্রিয় স্বদেশকে মুক্ত করার স্বপ্ন দেখেছিল।
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনায় শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। পাকিস্তানি শাসকবর্গের বৈরিতায় বাঙালি জাতি কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু অধিকারবঞ্চিত লাখ লাখ মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখছিল। শেখ মুজিবুর রহমানের এই আহ্বানই 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ঐতিহাসিক ভাষণ। তাঁর এ স্বাধীনতার ডাক ছিল পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতিকে মুক্ত করার এক দীপ্ত আহ্বান। বাঙালি জাতিও তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে জাতিকে পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকে (ii)-এ দীর্ঘকাল ধরে লাঞ্ছিত আর্তের কান্নার দিকটি প্রতিফলিত হয়েছে। মৃত্যুর ভয়ে ভীরু হয়ে বসে না থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান প্রকাশ পেয়েছে সেখানেও।
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনায় শেখ মুজিবুর রহমান পরাধীন বাঙালি জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন। রচনার মূল চেতনায় ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ডাক। আর এই বিষয়টির প্রতিফলন উদ্দীপক (ii)-এর চেতনাতেও রয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?