Academy

রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দু-চারদিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে। এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এসব দেখে নিঃসন্তান বিধবা করিমন্নেসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন। বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায়। আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এসব দেখে করিমন্নেসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন।

করিমন্নেসার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Created: 6 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

জৈতুন বিবির নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাবের বৈশিষ্ট্য করিমন্নেসার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়।

পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছেন। বিপদগ্রস্তকে সাহায্য-সহায়তা করাকে ব্রত হিসেবে নিয়ে জীবন অতিবাহিত করেছেন। যার জন্য তাঁরা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন।

'তোলপাড়' গল্পে জৈতুন বিবি নিজে যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায়্য করেছিলেন এবং ছেলেকেও উৎসাহিত করেছিলেন। আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতেও নিষেধ করেছিলেন। অন্যদিকে করিমন্নেসা অজানা ভাইরাসে আক্রান্ত লোকদের সেবা দিয়ে অনেককে সুস্থ করে তোলেন। এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্যই উভয় চরিত্রে প্রতিফলিত।

6 months ago

চারুপাঠ

🎨 চারুপাঠ – ষষ্ঠ শ্রেণি | NCTB অনুমোদিত (২০২৫)

আপনি কি ষষ্ঠ শ্রেণির চারুপাঠ (২০২৫) বইয়ের অধ্যায়ভিত্তিক চিত্রকলা, হাতের কাজ, ও শিক্ষনীয় বিষয়বস্তু খুঁজছেন?
SATT Academy–তে পাচ্ছেন সহজ ব্যাখ্যা, ছবিসহ গাইড, ভিডিও ক্লাস ও প্র্যাকটিক্যাল সহায়তা — এক জায়গায়!


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ভাষায় ব্যাখ্যা ও অনুশীলন নির্দেশনা
  • চিত্রসহ ধাপে ধাপে কাজ শেখা
  • ভিডিও টিউটোরিয়াল ও হ্যান্ড অন প্রজেক্ট
  • ডিজিটাল আর্ট ও রঙের ব্যবহার শেখা
  • PDF/ইমেজ ডাউনলোড সুবিধা
  • কিছু প্রিমিয়াম কনটেন্টে সামান্য ফি প্রযোজ্য

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 চারুপাঠ – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি বই অনলাইনে পড়তে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)


👩‍🎨 এই কনটেন্ট উপকারী:

  • শিক্ষার্থীদের জন্য: বাড়িতে বসে চিত্রকলা ও হাতের কাজ অনুশীলনের জন্য
  • শিক্ষকদের জন্য: ক্লাসে শেখানোর উপযোগী গাইড ও ছবি
  • অভিভাবকদের জন্য: শিশুদের সৃজনশীলতা বাড়াতে সহায়তার জন্য
  • আর্ট টিচার ও কোচিংয়ের জন্য: অধ্যায়ভিত্তিক কনটেন্ট ও উদাহরণ

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করুন (যেমন: রেখাচিত্র, জলরং, লোকশিল্প)
  2. টেক্সট ও ছবির ব্যাখ্যা পড়ুন
  3. ভিডিও দেখে হাতে-কলমে আঁকার কৌশল শিখুন
  4. নিজের আঁকা ছবি আমাদের কমিউনিটিতে শেয়ার করুন
  5. প্রয়োজনে PDF ও ছবি ডাউনলোড করুন

✨ কেন SATT Academy?

  • ✅ NCTB ২০২৫ পাঠ্যক্রম অনুযায়ী সাজানো কনটেন্ট
  • ✅ ভিডিওসহ হাতে-কলমে শেখার সুযোগ
  • ✅ কমিউনিটি যাচাইকৃত নির্ভুল গাইড
  • ✅ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
  • ✅ বিনামূল্যে শেখার সুযোগ + প্রিমিয়াম ফিচার

🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • চারুপাঠ ষষ্ঠ শ্রেণি PDF 2025
  • Class 6 Charupath book BD
  • ছবি আঁকা শিখি চারুপাঠ
  • Charupath Class 6 Drawing Guide
  • SATT Academy Charupath Video Tutorial

🎨 এখনই সৃজনশীলতা শুরু হোক!

চারুপাঠ শুধুই আঁকার বই নয়, এটি আপনার কল্পনার রঙে আঁকা একটা জানালা।
SATT Academy–এর ভিডিও ও গাইডের মাধ্যমে শেখা হোক আনন্দময় ও উপভোগ্য!

🎓 SATT Academy – আপনার কল্পনা ও জ্ঞানের মেলবন্ধনের জায়গা।

Content added By

Related Question

View More

1 সাবুর মায়ের নাম কী? (জ্ঞানমূলক)

Created: 6 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago

সাবুর মায়ের নাম জৈতুন বিবি।

মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে দেশপ্রেমিক সাবুর অস্বস্তি বোধ হয়।

পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি মমতা জেগে ওঠে। আগে ফাই-ফরমাশ খাটতে সে বিরক্তি বোধ করত। আর এখন মানুষের দুর্দিনে তাদের জন্য কিছু করতে না পারলে সে অস্বস্তি বোধ করে।

উদ্দীপকে 'তোলপাড়' গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে।

মানুষ একে অন্যের বিপদে সাহায্য করে। বিপদ থেকে মুক্ত হওয়ার পর কেউ তা ভুলে যায়, অকৃতজ্ঞের মতো আচরণ করে। আবার অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে।

উদ্দীপকের আমিন সাহেব রিকশার ধাক্কায় ভীষণ ব্যথা পেলে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধাভরে বন্ধুদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানান। আমিন সাহেব তাকে বকশিশ দিতে চাইলে সে জানায় মুক্তিযোদ্ধার সেবা করতে পারাই তার কাছে বড় বকশিশ। অন্যদিকে 'তোলপাড়' গল্পের মিসেস রহমান ঢাকায় ২৫শে মার্চ পাকিস্তানি সেনারা আক্রমণ চালালে সেখান থেকে গ্রামের দিকে যান। পথে পিপাসার্ত হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায়। মিসেস রহমান তাকে কৃতজ্ঞতাস্বরূপ পাঁচ টাকার নোট দিতে চান। সাবু তাকে জানায় এই টাকা সে নিতে পারবে না। কারণ সে মনে করে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায়। মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে।

"উদ্দীপকের ফারুকের ভূমিকা 'তোলপাড়' গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি"- মন্তব্যটি সম্পর্কে আমি একমত।

দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দেরই থাকে না, ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে।

'তোলপাড়' গল্পের সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছে। পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তাদের প্রতি ঘৃণা জন্মেছে। দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বিপদ মোকাবিলা করতে চেয়েছে। এই সাবুর ভূমিকার প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকের ফারুকের ভূমিকার মাঝে। ফারুকও এদেশকে যাঁরা স্বাধীন করেছেন সেসব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধায় আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছুই নেয়নি, মুক্তিযোদ্ধার সেবা করাকেই বড় বলে মনে করেছে।

'তোলপাড়' গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে সেবা করাটাই বড় মনে করেছে, বিনিময়ে প্রতিদান আশা করেনি। আর সাবুর এই ভূমিকা উদ্দীপকের ফারুকের মধ্যে প্রতিফলিত। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেছে, বিনিময়ে সেবা করাটাই বড় বখশিশ বলে মনে করেছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত।

সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল।

নিজের মায়ের আত্মসম্মানবোধ সম্পর্কে সাবু আলোচ্য কথাটি বলেছে।

পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নরত মিসেস রহমানকে সাবু পানি পান করায়। এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য পাঁচ টাকা দিতে চান। কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানায় এবং বলে যে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তিনি সাবুকে বলেন যে তার মা কিছু বলবে না। এর পরিপ্রেক্ষিতে সাবু আলোচ্য কথাটি বলে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...