মি. পাপন একটি ব্যাংকের মক্কেল। তাঁর স্ত্রীও ঐ ব্যাংকের একজন মক্কেল। এই হিসাবের মাধ্যমে তাঁর স্ত্রী বেতন উত্তোলন করে থাকেন। মি. পাপন একদিন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে চাইলে ব্যাংক তাঁকে ঐ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে। অন্যদিকে, ব্যাংকটি জনসাধারণকে বিভিন্ন সেবা দিয়ে ভ্যাট ও উৎসে ট্যাক্স কর্তন করে তা নিয়মিত সরকারকে প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?