কোয়েল অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন এক প্রকারের পাখি।
আকারে ছোট হওয়ায় অল্প জায়গায় অনেক কোয়েল পালন করা যায়। ১টি মুরগির স্থানে ১০টি কোয়েল পালন করা যায়। এদের খাদ্য খরচও মুরগি বা অন্য পাখির তুলনায় কম হয়। একটি প্রাপ্ত বয়স্ক কোয়েল দৈনিক গড়ে ২০-২৫ গ্রাম খাদ্য খায়। তাছাড়া এদের রোগবালাইও কম হয়। তাই এদের ওষুধ বাবদ বেশি খরচ হয় না। প্রতিটি কোয়েল বছরে প্রায় ৩০০টির মতো ডিম দেয়। এসব কারণে কোয়েল পালন লাভজনক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?